ফরিদগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক সংসদ সদস্য সাংবাদিক শফিকুর রহমানের প্রতিনিধি আল আমিন রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার গভীর রাতে চাঁদপুরের পুলিশ সুপার আবদুর রকিবের নির্দেশনায় ও ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের নেতৃত্বে এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আল আমিন রাজা (৩৮) রূপসা দক্ষিণ ইউনিয়নের কালা রাজা বাড়ির বাসিন্দা রুহুল আমিনের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য ছিলেন এবং রূপসা দক্ষিণ ইউনিয়নে সাবেক এমপি শফিকুর রহমানের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে একটি কর্মসূচি পালন করছিলেন। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালান, পার্টি অফিসে ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি হিসেবে আল আমিন রাজাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, “চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে আল আমিন রাজাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”
এমআর/সবা
শিরোনাম
ফরিদগঞ্জে বিএনপি অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
-
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- ।
- 180
জনপ্রিয় সংবাদ
























