দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেই ট্রান্সজেন্ডার ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার কড়াকড়ির রেশ এসে পড়েছে ক্রীড়াঙ্গনেও। মেয়েদের খেলায় ট্রান্সজেন্ডার ক্রীড়াবিদদের অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়ে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি।
ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রথম বড় শিকার লিয়া টমাস।
যুক্তরাষ্ট্রের এই ট্রান্সজেন্ডার সাঁতারুর ২০২১–২২ মৌসুমে অর্জিত সব ব্যক্তিগত সাফল্য বাতিল ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে তার রেকর্ড মুছে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে, শিগগিরই কেড়ে নেওয়া হবে পদকও।
২০২২ সালে এনসিএএ চ্যাম্পিয়নশিপে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হয়ে মেয়েদের সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন লিয়া টমাস। প্রথম ট্রান্সজেন্ডার অ্যাথলেট হিসেবে স্বর্ণও জেতেন তিনি।
আরকে/সবা

























