সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপের দশম আসর বসবে বাংলাদেশে। আগামী বছরের জুলাইয়ে সাত দেশের কারাতেকাদের শ্রেষ্ঠত্বের এই আসর ঢাকায় আয়োজন হবে বলে শুক্রবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দক্ষিণ এশিয় কারাতে কংগ্রেসে এই সিদ্ধান্ত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কলম্বো থেকে এই তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। তার কথা, ‘মালদ্বীপ ছাড়া ছয় দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়েছে। তবে জুলাইয়ে অনুষ্ঠেয় টুর্নামেন্টে মালদ্বীপও খেলবে।
কলম্বোতে এখন চলছে নবম দক্ষিণ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ। কাল থেকে শুরু হবে খেলা। বাংলাদেশের ১৯ কারাতেকা এই টুর্নামেন্টে খেলবেন। একক কাতা, দলগত কুমি, অনুর্ধ্ব-২১ ও সিনিয়রদের বেশ কিছু ইভেন্টে পদকের জন্য লড়বেন লাল সবুজের কারাতেকারা।
আরকে/সবা

























