১০:০০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শাহ আমানত বিমানবন্দর

হজ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে দুই ঘণ্টা পর সচল

সৌদি আরবের মদিনা থেকে হজযাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রানওয়েতে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়। এতে বিমান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে এবং একটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে ফ্লাইট BG138 চট্টগ্রামে অবতরণ করে। রানওয়ে-২৩ প্রান্তে পৌঁছানোর পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আটকে পড়ে, ফলে রানওয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।রানওয়ে ২ ঘণ্টা বন্ধ থাকায় ১টি আন্তর্জাতিক এবং ৩টি অভ্যন্তরীণ ফ্লাইটের সময় বিলম্বিত হয়েছে। এগুলোর মধ্যে সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইট-402 ৩ ঘণ্টা ৮ মিনিট দেরিতে ১১:৫৩ টায় চট্টগ্রাম ছেড়ে যায়। এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট BG 612 ঢাকার উদ্দেশ্যে ৪৭ মিনিট বিলম্বে ৯ টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।অন্যদিকে ঢাকা থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS 105 (ঢাকা থেকে একচুয়াল ডিপার্চার টাইম ছিলো ০৯:৩০) এবং এয়ার আস্ট্রার ফ্লাইট 415(ঢাকা থেকে একচুয়াল ডিপার্চার টাইম ছিলো ১০:৩০) বিলম্বে যাত্রা করে এখনো চট্রগ্রাম এসে পৌঁছেনি।বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মদিনা থেকে হজযাত্রী নিয়ে আসা ফ্লাইটটি অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে যায়। যাত্রীদের কেউ আহত হননি, সবাই নিরাপদে আছেন।তিনি আরও জানান, বেলা ১১টা ২০ মিনিটে ত্রুটি সারিয়ে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়। এরপর রানওয়ে সচল করে বিমান চলাচল স্বাভাবিক করা হয়।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ে সাময়িকভাবে বন্ধ থাকলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

শাহ আমানত বিমানবন্দর

হজ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে দুই ঘণ্টা পর সচল

আপডেট সময় : ০৬:১৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

সৌদি আরবের মদিনা থেকে হজযাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট রানওয়েতে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়। এতে বিমান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে এবং একটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইটের সময়সূচি ব্যাহত হয়। শনিবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ৩৮৭ জন হজযাত্রী নিয়ে ফ্লাইট BG138 চট্টগ্রামে অবতরণ করে। রানওয়ে-২৩ প্রান্তে পৌঁছানোর পর যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আটকে পড়ে, ফলে রানওয়ের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।রানওয়ে ২ ঘণ্টা বন্ধ থাকায় ১টি আন্তর্জাতিক এবং ৩টি অভ্যন্তরীণ ফ্লাইটের সময় বিলম্বিত হয়েছে। এগুলোর মধ্যে সালাম এয়ারের মাস্কাটগামী ফ্লাইট-402 ৩ ঘণ্টা ৮ মিনিট দেরিতে ১১:৫৩ টায় চট্টগ্রাম ছেড়ে যায়। এর আগে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর ফ্লাইট BG 612 ঢাকার উদ্দেশ্যে ৪৭ মিনিট বিলম্বে ৯ টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।অন্যদিকে ঢাকা থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট BS 105 (ঢাকা থেকে একচুয়াল ডিপার্চার টাইম ছিলো ০৯:৩০) এবং এয়ার আস্ট্রার ফ্লাইট 415(ঢাকা থেকে একচুয়াল ডিপার্চার টাইম ছিলো ১০:৩০) বিলম্বে যাত্রা করে এখনো চট্রগ্রাম এসে পৌঁছেনি।বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, মদিনা থেকে হজযাত্রী নিয়ে আসা ফ্লাইটটি অবতরণের পর যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকে যায়। যাত্রীদের কেউ আহত হননি, সবাই নিরাপদে আছেন।তিনি আরও জানান, বেলা ১১টা ২০ মিনিটে ত্রুটি সারিয়ে বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে এপ্রোনে নেওয়া হয়। এরপর রানওয়ে সচল করে বিমান চলাচল স্বাভাবিক করা হয়।বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়ে সাময়িকভাবে বন্ধ থাকলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
এমআর/সবা