নীলফামারীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক এডভোকেসি সভা শনিবার (৫জুলাই) নীলফামারী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ(রিইব) এর আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী। তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি নীলফামারীর উপদেষ্টা ও নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল আলম প্রধানের সভাপতিত্বে এতে বিশেষ বক্তা ছিলেন নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম। সভায় তথ্য অধিকার আইন নিয়ে মুখ্য আলোচক ছিলেন রিইব এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান এবং সভা সঞ্চালনা করেন তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি আব্দুল মোমিন।
সরকারী বেগম রোকেয়া কলেজ রংপুরের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাখখারুল ইসলাম ও সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অরবিন্দ কুমার বর্ধণ বিশেষ অতিথি ছিলেন।
এছাড়াও গণগবেষণা দল বাহালীপাড়ার সভাপতি আনুফা বেগম ও গণগবেষণা দল কুন্দুপুকুরের সদস্য চন্দন রায় তথ্য অধিকার আইন বাস্তবায়নে অভিজ্ঞতা তুলে ধরেন। সভায় জানানো হয় তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি বিভিন্ন দফতরে তিন’শটি আবেদন করে এবং ২০টি থেকে তথ্য পেয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে।
তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি নীলফামারীর উপদেষ্টা ও নীলফামারী প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ারুল আলম প্রধান বলেন, দুর্নীতি প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করণে আমরা তৃণুমলে কাজ করছি। রাষ্ট্র তথ্য পাওয়ার স্বাধীনতা দিয়েছে আইনের মাধ্যমে। যে কেউ তথ্য পাওয়ার প্রক্রিয়া, না পেলে করণীয় এবং তথ্য অধিকার আইন নিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে এই কমিটির মাধ্যমে।
বিভিন্ন শ্রেণি পেশার ৪০জন এতে অংশ নেন।
এমআর/সবা
শিরোনাম
নীলফামারীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ সভা
-
নীলফামারী প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
- ।
- 152
জনপ্রিয় সংবাদ
























