১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোর জেনারেল হাসপাতাল থেকে ‘ভুয়া ডাক্তার’ ধরা

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নামে সাব্বির রহমান ওরফে জাকির নামে এক ভুয়া ডাক্তার ধরা পড়েছে। সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে হাসপাতালের বর্হিঃবিভাগ থেকে পুলিশ তাকে আটক করে। সাব্বির রহমান যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মুজিবুর রহমানের ছেলে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন৷ ভুয়া ডাক্তারকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর শহরের পুরাতন কসবার বাসিন্দা সানজিদা খাতুন জানান, মঙ্গলবার তার শিশু সন্তানকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে  আসেন৷ শিশু বিভাগের চিকিৎসক তার ছেলেকে দেখে তিনটি পরীক্ষা করার জন্য নির্দেশনা দেন। তিনি পরীক্ষার টাকা জমা দিতে  এসে দেখেন ক্যাশ কাউন্টার বন্ধ  হয়ে গেছে৷ এসময় সাদা এপ্রোন পরা সাব্বির রহমান তার কাছে এগিয়ে আসেন। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বলেন ‘এত দেরি করে এসেছেন কেন?’ কাউন্টার তো বন্ধ হয়ে গেছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে ৫শ’ টাকা নিয়ে চলে যান।
সানজিদা আরও জানান, দীর্ঘ সময় ফিরে না আসায় তিনি ভুয়া ডাক্তারের কবলে পড়ার বিষয়টি বুঝতে পারেন। এসময় তিনি ঘটনাটি পুলিশকে অবহিত করেন। পরে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল ভুয়া ডাক্তার সাব্বির রহমানকে আটক করেন।
পুলিশ সদস্য সোহেল রানা জানান, ভুয়া ডাক্তার সাব্বির রহমান এক নারীর সাথে প্রতারণা করে ৫শ’ হাতিয়ে নেন। ঘটনাটি জানার পর বর্হিঃবিভাগের শিশু ডাক্তারের চেম্বারের সামনে থেকে তাকে আটক করা হয়। সাব্বির রহমান একজন প্রতারক। দীর্ঘদিন ধরে তিনি ডাক্তার সেজে হাসপাতালে এসে রোগী ও  স্বজনদের সাথে প্রতারণা করে আসছিলেন। তার কাছ থেকে  ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই এইচ টি) বরিশালের ২০২১-২২ ইং শিক্ষাবর্ষের একটি পরিচয়পত্র উদ্ধার হয়। সাব্বির রহমানকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, সাব্বির রহমান নামে একজন ভুয়া ডাক্তারকে পুলিশ আটক করেছে। তিনি ডাক্তার পরিচয়ে রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে গা ঢাকা দিতেন। সোমবারও এক নারীর কাছ থেকে ৫শ’ টাকা হাতিয়ে নেন। ভুয়া ডাক্তারের বিরুদ্ধে
ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ভুয়া ডাক্তার সাব্বির রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় সংবাদ

যশোর জেনারেল হাসপাতাল থেকে ‘ভুয়া ডাক্তার’ ধরা

আপডেট সময় : ০৩:২৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে নামে সাব্বির রহমান ওরফে জাকির নামে এক ভুয়া ডাক্তার ধরা পড়েছে। সোমবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে হাসপাতালের বর্হিঃবিভাগ থেকে পুলিশ তাকে আটক করে। সাব্বির রহমান যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার মুজিবুর রহমানের ছেলে। হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা এই তথ্য নিশ্চিত করেছেন৷ ভুয়া ডাক্তারকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর শহরের পুরাতন কসবার বাসিন্দা সানজিদা খাতুন জানান, মঙ্গলবার তার শিশু সন্তানকে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে  আসেন৷ শিশু বিভাগের চিকিৎসক তার ছেলেকে দেখে তিনটি পরীক্ষা করার জন্য নির্দেশনা দেন। তিনি পরীক্ষার টাকা জমা দিতে  এসে দেখেন ক্যাশ কাউন্টার বন্ধ  হয়ে গেছে৷ এসময় সাদা এপ্রোন পরা সাব্বির রহমান তার কাছে এগিয়ে আসেন। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বলেন ‘এত দেরি করে এসেছেন কেন?’ কাউন্টার তো বন্ধ হয়ে গেছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে ৫শ’ টাকা নিয়ে চলে যান।
সানজিদা আরও জানান, দীর্ঘ সময় ফিরে না আসায় তিনি ভুয়া ডাক্তারের কবলে পড়ার বিষয়টি বুঝতে পারেন। এসময় তিনি ঘটনাটি পুলিশকে অবহিত করেন। পরে হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল ভুয়া ডাক্তার সাব্বির রহমানকে আটক করেন।
পুলিশ সদস্য সোহেল রানা জানান, ভুয়া ডাক্তার সাব্বির রহমান এক নারীর সাথে প্রতারণা করে ৫শ’ হাতিয়ে নেন। ঘটনাটি জানার পর বর্হিঃবিভাগের শিশু ডাক্তারের চেম্বারের সামনে থেকে তাকে আটক করা হয়। সাব্বির রহমান একজন প্রতারক। দীর্ঘদিন ধরে তিনি ডাক্তার সেজে হাসপাতালে এসে রোগী ও  স্বজনদের সাথে প্রতারণা করে আসছিলেন। তার কাছ থেকে  ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আই এইচ টি) বরিশালের ২০২১-২২ ইং শিক্ষাবর্ষের একটি পরিচয়পত্র উদ্ধার হয়। সাব্বির রহমানকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানান, সাব্বির রহমান নামে একজন ভুয়া ডাক্তারকে পুলিশ আটক করেছে। তিনি ডাক্তার পরিচয়ে রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে গা ঢাকা দিতেন। সোমবারও এক নারীর কাছ থেকে ৫শ’ টাকা হাতিয়ে নেন। ভুয়া ডাক্তারের বিরুদ্ধে
ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানান, ভুয়া ডাক্তার সাব্বির রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।