লালমনিরহাট প্রতিনিধি
অবশেষে ভয়াবহ বন্যা নিয়ে গত ২৪ ঘন্টার শঙ্কা উদ্বেগ আর উৎকন্ঠা কমেছে লালমনিরহাটের তিস্তা নদী পাড়ের মানুষের।জেলার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি কমে সকাল ৯টার পরিমাপে ৬৮ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ভারতের উত্তর সিকিমের চুংথায় এলাকায় তিস্তা নদীর বাধ ভেঙ্গে নদীর পানি ভাটিতে ধেয়ে আসতে থাকে। ৪ অক্টোবর সারাটা দিন আর রাত ৯টা নাগাদ পানি বেড়ে তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদ সীমা অতিক্রম করে ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে।
এমন অবস্থায় জেলা প্রশাসন নদী পাড়ের মানুষের জান মাল রক্ষায় সবধরনের প্রস্তুতি নেয়।নদী পাড়ের মানুষকে সতর্ক ও নিরাপদেন থাকতে এলাকা জুড়ে মাইকিং করে বার্তা পৌছাতে থাকে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড সুত্র জানায় নদীর পানি আবারো পারতে পার।লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ জানান,বন্যা হচ্ছে না এমনটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের প্রস্তুতি থাকবে এবং পুরো অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।





















