গাছ লাগাই পরিবেশ বাঁচাই গাছের যত্ন নেই খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় কবাখালী ইউনিয়নের হাচিনসনপুর থেকে তারাবনিয়া রাস্তায় (স্থানীয় দেয়া নতুন নাম দীঘিনালার নিউজিল্যান্ড) দুই পাশে সৌন্দর্য বর্ধন বৃক্ষ রোপন করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকালে কবাখালী ইউনিয়ন পরিষদ এর আয়োজন হাচিনসনপুর থেকে তারাবনিয়া রাস্তায় (স্থানীয় দেয়া নতুন নাম দীঘিনালার নিউজিল্যান্ড) দুই পাশে সৌন্দর্য বর্ধন গাছ লাগিয়ে উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা। এসময় উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মো সোহেল রানা, কবাখালী ইউনিয়ন পরিষদ ২নং ওয়ার্ড মেম্বার স্মৃতি কাঞ্চন চাকমা, মহিলা মেম্বার জুনুবী চাকমা, সাংবাদিক মো আক্তার হোসেন, সাংবাদিক মো সোহানুর রহমান ও দূর্জয় বড়ুয়া শান্ত প্রমূখ। বৃক্ষ রোপন শেষে নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা বলেন, দীঘিনালার নিউজিল্যান্ড নামেখ্যাত তারাবনিয়া রাস্তায় পর্যটকদের আকৃষ্ট করার জন্য সৌন্দর্যবর্ধন কৃষ্ণচূড়া, সোনালু, গাছের চারা রোপন করা হয়েছে। তারাবনিয়ার রাস্তাটি দুপাশ প্রচুর ধান চাষ করা হয়। বছরের অধিকাংশ সময় সবুজ থাকে নিউজিল্যান্ড দেশের মত মনে হয়। গাছে চারা গুলো যত্ন নিতে হবে তাহলে দুই এক বছরের মধ্য সৌন্দর্য ছড়াবে।
এমআর/সবা
শিরোনাম
দীঘিনালায় তারাবনিয়া রাস্তা বৃক্ষ রোপন উদ্বোধন
-
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৩৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- ।
- 149
জনপ্রিয় সংবাদ
























