গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের স্মরণে গ্র্যান্ডমাস্টার জিয়া মেমোরিয়াল দাবার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে স্পোর্টস বাংলার ফিদেমাস্টার সুব্রত বিশ্বাস পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ১০ খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, তিতাস ক্লাবের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ, বাংলাদেশ নৌবাহিনীর নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু এবং ভারতের দুই আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন ও শুভায়ন কুন্ডু।
চার পয়েন্ট করে নিয়ে ৫ খেলোয়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ, অনত চৌধুরী, শেখ রাশেদুল হাসান ও নেপালের রিশোন থাপা।
পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়। সকালে অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় সুব্রত ভারতের আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহনকে, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদকে, ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ শেখ রাশেদুল হাসানকে, নেপালের রিসন থাপা অনত চৌধুরীকে, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হককে, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তমকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, ও ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন কাজী আফসান রওনক আনানকে পরাজিত করেন।
আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ভারতের আন্তর্জাতিক মাস্টার শুভায়ন কুন্ডুর সাথে, ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষের সাথে ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু মোহাইমেনুল ইসলামের সাথে ড্র করেন।
বিকালে অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় সুব্রত তাহসিনকে, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন রিশোন থাপাকে, আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহন ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেনকে,ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী মোঃ মোহাইমেনুল ইসলামকে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম দেলোয়ার হোসেনকে, ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ ঐতিজ্য বড়–য়াকে ও শেখ রাশেদুল হাসান তানভীর আলমকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ফিদে মাস্টার সেখ নাসির আহমেদের সাথে, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিক মাস্টার শুভায়ুন কুন্ডুর সাথে ও সিয়াম চৌধুরী ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকারের সাথে ড্র করেন।
আগামীকাল (বুধবার) বিকাল ৩-০০ (তিন) টা হতে সপ্তম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।
আরকে/সবা


























