কক্সবাজার হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ডুবে মারা যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী সাদমান রহমান ও আসিফ আহমেদের গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রাঙ্গনে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক।
গায়েবানা জানাজা নামাজে দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও তাদের আত্মার মাগফিরাত কামনা করে শিক্ষার্থীদের উদ্দেশ্য উপ-উপচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আবেগের বশবর্তী হয়ে আমরা কোন সিন্ধান্ত নিব না যাতে আমাদেরকে হারিয়ে দেশ, জাতি ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়। দেশের শ্রেষ্ঠ সন্তান হিসেবে ও বাস্তবতার ভিত্তিতে আমরা সকল কার্যক্রম পরিচালনা করবো।
এর আগে গতকাল সোমবার কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের উন্নয়ন অধ্যায়ন বিভাগের ৩ শিক্ষার্থী। তারা হলেন– কে. এম. সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ। এর মধ্যে গতকাল সকালেই কে. এম. সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও অরিত্র হাসান ও আসিফ আহমেদ নিখোঁজ ছিলেন। আজ সকালে আসিফের মরদেহ ভেসে উঠলে তাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়। আর এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান।
























