ফেনীতে মাদকসেবনের দায়ে এক জুলাই’যো’দ্ধার কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
গত ৭জুলাই রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ফারাজ হাবীব খান এ রায় প্রদান কারেন।
জানা গেছে, জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী শহরে মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় ফেনী রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের হাফেজ উলাহর ছেলে ফয়েজ আহম্মদ (২০) কে একশত গ্রাম গাঁ’জাসহ আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফয়েজ আহম্মদ পারভেজকে ৩ দিনের কা’রাদ’ণ্ড ও একশত টাকা জরিমানা করেন।
আটককৃত ফয়েজ আহম্মদ তালিকাভুক্ত জুলাই যোদ্ধা। সম্প্রতি সে সরকারিভাবে ১ লাখ টাকা অনুদান ও জুলাইযোদ্ধা হিসেবে সনদ পেয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আবু তাহের জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারাজ হাবীব খানের নেতৃত্বে অভিযান চালিয়ে মোট ৪ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে ফয়েজ আহম্মদ এক জন। কারাদণ্ড শেষে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
























