নেত্রকোনা প্রতিনিধি
মোহনগঞ্জের আদর্শনগরে ০৫ অক্টোবর -২০২৩,(বৃহস্পতিবার) দুপুর ০১:৫৫ ঘটিকায় ঐতিহ্যের স্মারক হিসেবে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মরণে নির্মিত দৃষ্টিনন্দন শহীদ মিনারের শুভ উদ্বোধন হয়। এ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিতি থেকে যাঁরা অনুষ্ঠানকে মহিমান্বিত করেন তাঁরা হলেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি,মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে আসীন সাজ্জাদুল হাসান, মাননীয় সংসদ সদস্য -১৬০,নেত্রকোণা -৪, প্রতিষ্ঠাতা, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়। দেবদাস ভট্রাচার্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ,ময়মনসিংহ। মোঃ ফয়েজ আহমেদ, পুলিশ সুপার নেত্রকোণা। মোঃ শহীদ ইকবাল, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মোহনগঞ্জ। লতিফুর রহমান রতন, মেয়র, মোহনগঞ্জ পৌরসভা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুযোগ্য জেলা প্রশাসক, নেত্রকোনা ও সভাপতি গভর্ণিং বডি, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়।
উক্ত উদ্বোধন অনুষ্ঠানের আলোচনায় পুলিশকে হতে হবে জনগণের পুলিশ, স্বাধীন দেশের পুলিশ ; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ঐতিহাসিক সেই বার্তা উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশ আজ সেই জায়গাতে এসেছে। পুলিশ এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে বলেও উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।পুলিশ তাদের দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে কাজ করছেন। করোনা ক্রান্তি লগ্নের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে মন্ত্রী বলেছেন, করোনার সময় সন্তানরা মা’র লাশ নিতে হাসপাতালে যায়নি। পুলিশ ঠিকই সেই লাশের দাফনকাজসহ সবকিছু নিজ দায়িত্বেসেরেছেন।
বঙ্গবন্ধু পুলিশকে নিয়ে যে স্বপ্ন দেখতেন পুলিশ আজ সেই জায়গায় এসেছে। পুলিশের মনোবল সবসময় অটুট রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী’র প্রতি আস্থা রয়েছে। কাজেই কে কি বললো তা মুখ্য বিষয় নয়।পুলিশের ভূঁয়সী প্রশংসা করে মন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, পুলিশের ওপর অর্পিত যে দায়িত্ব রয়েছে তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।এ সময়ে উপরোল্লিখিত সম্মানিত অতিথিবৃন্দ ছাড়াও মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
























