০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারী পৌরসভায় মশক নিধন অভিযান

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার উদ্যোগে চিকুনগুনিয়া ও ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপসচিব মোহাম্মদ নোমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, পৌর সচিব বিপ্লব কুমার মুহুরী, স্থানীয় সাংবাদিকবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অভিযানে ফগার মেশিন ও লার্ভানাশক স্প্রে ব্যবহার করে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনের কাজ চালানো হয়।
উদ্বোধনী বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত মেয়র মোহাম্মদ নোমান হোসেন বলেন, “মশাবাহিত রোগ প্রতিরোধে আমরা সক্রিয়ভাবে কাজ করছি। পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো হবে। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতেও জোর দেওয়া হচ্ছে।”
বক্তারা আরো বলেন, “মশা দমনে শুধু পৌরসভার নয়, জনগণেরও দায়িত্ব রয়েছে। সবাইকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।”
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

হাটহাজারী পৌরসভায় মশক নিধন অভিযান

আপডেট সময় : ০৬:২২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার উদ্যোগে চিকুনগুনিয়া ও ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের উদ্বোধন করেন পৌর মেয়রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপসচিব মোহাম্মদ নোমান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, পৌর সচিব বিপ্লব কুমার মুহুরী, স্থানীয় সাংবাদিকবৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অভিযানে ফগার মেশিন ও লার্ভানাশক স্প্রে ব্যবহার করে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনের কাজ চালানো হয়।
উদ্বোধনী বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত মেয়র মোহাম্মদ নোমান হোসেন বলেন, “মশাবাহিত রোগ প্রতিরোধে আমরা সক্রিয়ভাবে কাজ করছি। পৌরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো হবে। একইসঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতেও জোর দেওয়া হচ্ছে।”
বক্তারা আরো বলেন, “মশা দমনে শুধু পৌরসভার নয়, জনগণেরও দায়িত্ব রয়েছে। সবাইকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।”
এমআর/সবা