০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুরে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ

জামালপুরে উন্নয়ন সংঘের ‘মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন (সিডস)’ কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দিনব্যপী সতেজিকরণ প্রশিক্ষণের সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, সিডস কর্মসূচির ব্যবস্থাপক এস.এ. শামসুদ্দিন প্রমুখ।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থার সিডস কর্মসূচির কর্মকর্তা (শিক্ষা) সায়েদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী রবিউল এমরান। প্রশিক্ষণে ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলার ২৬ জন শিক্ষক অংশ নিয়েছেন।
জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তুলতে কর্মএলাকার ৫ বছর বয়সী ছেলেমেয়েদের এ শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। সরকারি কারিকুলাম অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় শিক্ষক নিয়োগ করে এদের শিক্ষা দান করা হয়। ইতিমধ্যেই এর সুফল পাওয়া গেছে বলে সংস্থা সূত্র জানায়। তিন উপজেলা ২৬টি বিদ্যালয়ের মাধ্যমে প্রতিবছর ৫২০ জন শিশু হাতেকলমে আনন্দঘন পরিবেশে শিক্ষা নিয়ে থাকে।
সূত্র জানায়, ২০২৮ সালের শেষ নাগাদ কর্মএলাকার ৩০০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সদর উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবীকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার তিন হাজার পরিবার সরাসরি উপকার ভোগ করছে।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জামালপুরে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ

আপডেট সময় : ০৬:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

জামালপুরে উন্নয়ন সংঘের ‘মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন (সিডস)’ কর্মসূচির আওতায় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দিনব্যপী সতেজিকরণ প্রশিক্ষণের সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসিতে অনুষ্ঠিত প্রশিক্ষণে উদ্বোধনী বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।
এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, সিডস কর্মসূচির ব্যবস্থাপক এস.এ. শামসুদ্দিন প্রমুখ।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থার সিডস কর্মসূচির কর্মকর্তা (শিক্ষা) সায়েদুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী রবিউল এমরান। প্রশিক্ষণে ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলার ২৬ জন শিক্ষক অংশ নিয়েছেন।
জানা যায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযোগী করে গড়ে তুলতে কর্মএলাকার ৫ বছর বয়সী ছেলেমেয়েদের এ শিক্ষা কার্যক্রমের আওতায় আনা হয়েছে। সরকারি কারিকুলাম অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির আওতায় শিক্ষক নিয়োগ করে এদের শিক্ষা দান করা হয়। ইতিমধ্যেই এর সুফল পাওয়া গেছে বলে সংস্থা সূত্র জানায়। তিন উপজেলা ২৬টি বিদ্যালয়ের মাধ্যমে প্রতিবছর ৫২০ জন শিশু হাতেকলমে আনন্দঘন পরিবেশে শিক্ষা নিয়ে থাকে।
সূত্র জানায়, ২০২৮ সালের শেষ নাগাদ কর্মএলাকার ৩০০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও সদর উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবীকায়ন, যুবক, যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার তিন হাজার পরিবার সরাসরি উপকার ভোগ করছে।
এমআর/সবা