স্বামীর মটর সাইকেলে নিজ কর্মস্থলে যাওয়ার পথে বালুবাহী ড্রাম ট্রাক চাপায় দিনাজপুরের চিরিরবন্দরে লিপি রানী রায় (২২) নামে এক ইপিজেড কর্মী নিহত হয়েছেন।
লিপি রানী রায় উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের জীবন রায়ের স্ত্রী।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের গাড়োডাঙ্গী ব্রীজ সংলগ্ন রংপুর-দশমাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানা পুলিশ জানায়, নিজ বাড়ী হতে মটর সাইকেল যোগে স্ত্রী লিপি রানী রায়ের কর্মস্থল উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ট্রিলিয়ন গোল্ড লি. ইপিজেডে যাচ্ছিলেন জীবন রায়। পথে ফতেজংপুর ইউনিয়নের গাড়োডাঙ্গী ব্রীজ সংলগ্ন এলাকায় মটর সাইকেলটি একটি বালুবাহি ড্রাম ট্রাককে অতিক্রম করার সময় ট্রাকের সামনে থাকা একটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রয় হারিয়ে মটর সাইকেল লিপি রানী রায় ছিটকে মহাসড়কের ওপরে পড়ে যায়। এ সময় বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। দূর্ঘটনায় লিপি রানীর কোমর থেকে পা পর্যন্ত থেতলে যায়। স্থানীয় লোকজন ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত লিপি রানীকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
শিরোনাম
চিরিরবন্দরে ড্রাম ট্রাক চাপায় ইপিজেড কর্মী নিহত
-
দিনাজপুর প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৪৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- ।
- 78
জনপ্রিয় সংবাদ
























