ভোলা প্রতিনিধি
ভোলায় খেলার মাঠ আমার অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে বিশ্ব শিশু দিবস শিশু অধিকার সপ্তাহ ২০২৩ এর সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসাবে মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি,ভোলার যৌথ আয়োজনে আমার কথা শোন (ছোটরা বলবে, বড়রা শুনবে) আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় শিশুরা “খেলার মাঠ আমার অধিকার” বিষয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।
সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ আখতার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহিম। এসময় আরো উপস্থিত ছিলেন মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাহিদা পারভীন, সহকারী শিক্ষক মঞ্জু রানী সরকারসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
এসময় খেলার মাঠ আমার অধিকার শিরোনামে বক্তব্য রাখেন, ৭ম শ্রেনির শিক্ষার্থী ইসরাত জাহান ইমা ও তাসমিয়া হক।
শিশুরা তাদের বক্তব্যে বলেন, আমরা শিশুরা খেলাধুলার মাধ্যমেই বেড়ে উঠি। খেলার মাঠে উঠছে বিশালাকায় ইমারত, আমাদের খেলাধুলার সুযোগ কমতে কমতে আজ নেই বললেই চলে। আমরা বর্তমানে তাই সময় কাটাতে টেলিভিশন ও ইন্টারনেটে ছুটছি। শহরায়ন এর সাথে সাথে আমাদের খেলাধুলার সুযোগ ও তৈরী করতে হবে। নয়তো আগামীর বাংলাদেশে খেলাধুলা কী জিনিস শিশুরা তাই ভুলে যাবে।
এসময় শিশুরা জেলা প্রশাসক,পৌর মেয়র এর প্রতি অনুরোধ করে বলেন, শহরে শিশুদের খেলাধুলার স্থানে যেন কোন ভবন নির্মানে সকলকে নিরুৎসাহিত করা হয়।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে, প্রশাসন ও পৌর মেয়রকে শিশুদের এ অধিকার সংরক্ষনে এগিয়ে আসতে অনুরোধ করেন।






















