সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা, হৃদ্যতা ও স্মৃতিচারণের আবহে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত সাবেক তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীদের সংগঠন চবি মিল্লাতিয়ান্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে রি-ইউনিয়ন ও সাংস্কৃতিক আসর।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা আড়াইটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ রি-ইউনিয়ন ও সাংস্কৃতিক আসর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির ২য় তলায় অনুষ্ঠানের আয়োজন হয়।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এতে চবির বিভিন্ন বিভাগ ও ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সরব উপস্থিতি ছিল। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বাস্তবায়নের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল আজাদী মঞ্চকে।
দুপুরের পরপরই একে একে জড়ো হন চবির বিভিন্ন ব্যাচ ও বিভাগের সাবেক মিল্লাতিয়ানরা। সূচনাতেই শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আয়োজন শুরু হয়। এরপর ছিল কোরআন তিলাওয়াত, সংগীত, স্মৃতিচারণ, পরস্পর মতবিনিময় পর্ব ও শেষে সাংস্কৃতিক পরিবেশনা।
অ্যাসোসিয়েশনের কার্যক্রম সম্পর্কে বাংলা বিভাগের শিক্ষার্থী জামিল আহমেদ বলেন, তা’মীরুল মিল্লাত থেকে আগত সকল শিক্ষার্থীদের সহযোগিতা, পরস্পর যোগাযোগ, বন্ধুত্ব, ভর্তি পরীক্ষায় আসন্ন শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থাপনাসহ সার্বিক সংকট ও সহযোগিতায় চবি মিল্লাতিয়ান্স অ্যাসোসিয়েশন্স অগ্রণী ভূমিকা পালন করবে।
অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তফা কামাল বলেন, চবি মিল্লাতিয়ান্স শুধু একটি অ্যাসোসিয়েশন নয়, এটি একটি পরিবার। জুলাই বিপ্লবের পূর্বে বিশ্ববিদ্যালয়গুলোতে তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের ট্যাবু দেওয়ার চেষ্টা করা হয়েছে। ট্যাবু দিয়ে নির্যাতন চালানো হয়েছে। আইডেন্টিটি ক্রাইসিস তৈরির অপচেষ্টা চালানো হয়েছে। এখন আর সেই সংকট তৈরির সুযোগ নেই। মেধার বলয়ে বলীয়ান হয়ে আমরা মেধার সাক্ষর রেখে চলছি। সামনেও রেখে যাব।
এমআর/সবা
শিরোনাম
চবি মিল্লাতিয়ান্স অ্যাসোসিয়েশনের রি-ইউনিয়ন ও সাংস্কৃতিক আসর
-
চবি প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৩৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- ।
- 45
জনপ্রিয় সংবাদ
























