লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতে পুশইন হয়ে আসা ৪ শিশু, ৩ নারী ও ৩ পুরুষসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত মঙ্গলবার (৯ জুলাই) মধ্যরাতে উপজেলার ৯২৫ নম্বর মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। গভীর রাতে সীমান্ত অতিক্রমের পর তারা আশপাশে কোথাও আশ্রয় নিতে না পেরে ঘোরাঘুরি করছিলেন। পরে স্থানীয়দের সন্দেহে বিজিবিকে খবর দেওয়া হলে দুর্গাপুর বিওপির টহলরত সদস্যরা তাদের আটক করে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা বলে জানান। প্রায় ১০ বছর আগে জীবিকার সন্ধানে ভারতে গিয়েছিলেন তারা। সম্প্রতি হরিয়ানা রাজ্য থেকে বিএসএফ তাদের ধরে সীমান্ত পথে দেশে পাঠিয়ে দেয়। আটকদের সবাই সনাতন ধর্মাবলম্বী।
১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, আটক ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি দাবি করেছেন। তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে। বিষয়টি নিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে, তবে এখনো কোনো সাড়া মেলেনি।
এমআর/সবা
শিরোনাম
লালমনিরহাট সীমান্তে পুশইন ভারত থেকে ফেরত ১০ বাংলাদেশি আটক
-
লালমনিরহাট প্রতিনিধি - আপডেট সময় : ০৯:১৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- ।
- 218
জনপ্রিয় সংবাদ
























