০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
১১৩ গোল করা দিয়াবাতেকে ‘না’ করে দিল মোহামেডান!

মোহামেডানের সেরা বিদেশী ফুটবলারদের তালিকায় দিয়াবাতের স্থান কোথায়?

  • রুমেল খান
  • আপডেট সময় : ০২:২৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • 320

মোহামেডানের জার্সিতে তো বটেই, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ইতিহাসেই বিদেশী ফুটবলার হিসেবে লিগে ও সব ধরনের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের মালিক দিয়াবাতে।

দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিং সর্বশেষ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে সেই ২০০২ সালের পর। আর এই বহু কাঙ্খিত শিরোপাজয়ের পেছনে মাঠে যে খেলোয়াড়টির অবদান সবচেয়ে বেশি ছিল, সেই সুলেমান দিয়াবাতেকে ছেড়ে দিয়েছে ক্লাবটি! এ কথা নিজেই ফেসবুকে জানিয়েছেন মালির এই ফরোয়ার্ড।

‘এবার আমাকে না করে দিয়েছে মোহামেডান। তারা বলেছে আমাকে আর দরকার নেই। মোহামেডান ও আমার আর কোনও সম্পর্ক নেই। ছিন্ন হয়ে গেল সব।’ লিখেছেন ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার।

দিয়াবাতের এই স্ট্যাটাসের পর আলোড়ন সৃষ্টি হয়েছে ‘ব্ল্যাক এান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডানের ভক্ত-সমর্থক-অনুরাগীদের মাঝে। তারা যেন কিছুতেই মানতে পারছেন না মোহামেডান-দিয়াবাতের এই বিচ্ছেদকে। আর কিভাবেই বা মানবেন? যিনি মোহামেডানকে ২২ বছর পর লিগ ও ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন, দলের অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলেছেন, অন্য ক্লাবের লোভনীয় অফার থাকার পরও যিনি সাদা-কালো শিবিরের মায়া ছেড়ে অন্য কোথাও যাননি, মোহামেডানের জার্সিতে তো বটেই, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ইতিহাসেই বিদেশী ফুটবলার হিসেবে লিগে (৫৫ গোল করে ব্রাজিলের রবসন রবিনহো দ্বিতীয় ও ৫৪ গোল করে নাইজেরিয়ার সানডে চিজোবা তৃতীয় স্থানে) সব ধরনের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের মালিক যিনি, সেই দিয়াবাতের মোহামেডান ছেড়ে চলে যাওয়াকে কিভাবে মানবেন?

মোহামেডানের তো বটেই, বাংলাদেশের যেকোন ক্লাবের হয়ে ১০০ গোল করা প্রথম ও একমাত্র ফুটবলার দিয়াবাতে

প্রকৃতপক্ষে দিয়াবাতেকে মোহামেডান দলে রাখতে পারেনি দেশের পরিবর্তিত পরিস্থিতির জন্য। দিয়াবাতের পারিশ্রমিক ছিল মাসে প্রায় ১২ হাজার ডলার, যা নতুন মৌসুমে দেওয়া কঠিন। মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানও পদত্যাগ করেছেন। তাই বাস্তবতা মেনে নিয়ে দিয়াবাতে লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ৬ বছরের লম্বা সময় পর এবার বিদায় বলার সময় এসেছে। আল্লাহ যা করেন, ভালোর জন্য করেন। আলহামদুলিল্লাহ। এখন নতুন দল কোনটা জানি না। বসুন্ধরা কিংসের সঙ্গে কোনও কথা হয়নি এখনও।’

দিয়াবাতে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন ফেডারেশন কাপের অবিস্মরণীয়-রোমাঞ্চকর ফাইনালে একাই হ্যাটট্রিকসহ চার গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে হারানোর জন্য। ওই শিরোপাটা তিনি নিজের মা, পরিবার ও মোহামেডান সমর্থকদের প্রতি উৎসর্গ করেছিলেন।

ফেডারেশন কাপের ইতিহাসে দিয়াবাতেই প্রথম খেলোয়াড়, যিনি ফাইনালে সর্বোচ্চ ৪ গোল করেন (ক্যারিয়ারে এই প্রথম কোন ম্যাচে ৪ গোল করেন দিয়াবাতে) শুধু তাই নয়, ফাইনালের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (৮ গোল) … তিনটি পুরস্কার একাই বগলদাবা করে আরেকটি কীর্তি গড়েছিলেন।

আফ্রিকার দেশ মালির অধিবাসী দিয়াবাতে। জন্ম ২৩ মার্চ, ১৯৯১। ধর্ম-ইসলাম। উচ্চতা কাঁটায় কাঁটায় ৬ ফুট। জার্সি নম্বর ১০। মোহামেডানের অধিনায়ক কাম ফরোয়ার্ড। টানা ছয় মৌসুম খেলেছেন ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডানে। লিগে তিনি দলটির হয়ে করেছেন ৯৬ গোল, তাও মাত্র ১১২ ম্যাচে! অবিশ্বাস্য স্কোরিং রেট। ২০২১-২২ মৌসুমে লিগে ২১ গোল করে লিগের টপস্কোরার হয়েছিলেন। এছাড়াও তিনবার হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

দিয়াবাতে এর আগে খেলেছেন ভিয়েতনামের কান থু এফসি (২০১০-২০১৪) এবং লং আন এফসি (২০১৫)-তে।

মোহামেডানের হয়ে মোট ১১৩ গোল করেছেন দিয়াবাতে

মোহামেডান কোচ আলফাজ আহমেদের ‘তুরূপের তাস’ ছিলেন এই দিয়াবাতে। বছর দুয়েক আগে তিনি জানিয়েছিলেন, ‘আমি বাংলাদেশের হয়ে খেলতে পারলে খুশি হবো।’ দিয়াবাতের সেই স্বপ্ন পূরণ হয়নি। মোহামেডানের হয়ে আরও কিছুদিন খেলার ইচ্ছে ছিল। আর সেই ইচ্ছেরও পরিসমাপ্তি ঘটলো।

মোহামেডানের ইতিহাসে বেশ কজন সফল বিদেশী খেলোয়াড় খেলেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন : নেপালের গণেশ থাপা, ইরানের রেজা নালজেগার, বোরহানজাদে, ভিজেন তাহিরি, মুর্তজা ইয়াকিহ, নাইজেরিয়ার এমেকা ইজিউগো, সানডে এমানুয়েল, সানডে চিজোবা, রাশিয়ার আজামত রহিমভ, জিবৎনিকভ, কুজনেৎসভ প্রমুখ। কিন্তু এরা কেউই মোহামেডানের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় ১০০ বা তার বেশি গোল করতে পারেননি। সুলেমান দিয়াবাতে পেরেছেন। সাদা-কালোর হয়ে তিনি মোট ১১৩ গোল করেছেন, যা ক্লাবটির ইতিহাসে কোন বিদেশী ফুটবলারের সবচেয়ে বেশি গোলের রেকর্ড। ফলে অনেক মোহামেডান অনুরাগী দিয়াবাতেকে গোলস্কোরিংয়ের বিচারে মোহামেডানের সেরা বিদেশী ফুটবলার মনে করেন।

মোহামেডানের জার্সিতে দিয়াবাতের ১১৩ গোলের পরিসংখ্যান 

* প্রিমিয়ার লিগে ১১২ ম্যাচে ৯৬ গোল  (২০১৮-১৯ মৌসুমে ৮ গোল, ২০১৯-২০ মৌসুমে ২ গোল, ২০২০-২১ মৌসুমে ১৩ গোল, ২০২১-২২ মৌসুমে ২১ গোল, ২০২২-২৩ মৌসুমে ১৬ গোল, ২০২৩-২৪ মৌসুমে ১৭ গোল, ২০২৪-২৫ মৌসুমে ১৯ গোল)

* ফেডারেশন কাপে ১৩ গোল  (২০১৯-২০ মৌসুমে ২ গোল, ২০২০-২১ মৌসুমে ১ গোল, ২০২১-২২ মৌসুমে ১ গোল, ২০২২-২৩ মৌসুমে ৮ গোল, ২০২৪-২৫ মৌসুমে ১ গোল)

* স্বাধীনতা কাপে ৩ গোল  (২০২১ আসরে ১ গোল, ২০২২-২৩ আসরে ২ গোল)

* বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপে ১ গোল (২০২৪ আসরে ১ গোল)

আরকে/সবা

 

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

১১৩ গোল করা দিয়াবাতেকে ‘না’ করে দিল মোহামেডান!

মোহামেডানের সেরা বিদেশী ফুটবলারদের তালিকায় দিয়াবাতের স্থান কোথায়?

আপডেট সময় : ০২:২৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিং সর্বশেষ মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে সেই ২০০২ সালের পর। আর এই বহু কাঙ্খিত শিরোপাজয়ের পেছনে মাঠে যে খেলোয়াড়টির অবদান সবচেয়ে বেশি ছিল, সেই সুলেমান দিয়াবাতেকে ছেড়ে দিয়েছে ক্লাবটি! এ কথা নিজেই ফেসবুকে জানিয়েছেন মালির এই ফরোয়ার্ড।

‘এবার আমাকে না করে দিয়েছে মোহামেডান। তারা বলেছে আমাকে আর দরকার নেই। মোহামেডান ও আমার আর কোনও সম্পর্ক নেই। ছিন্ন হয়ে গেল সব।’ লিখেছেন ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার।

দিয়াবাতের এই স্ট্যাটাসের পর আলোড়ন সৃষ্টি হয়েছে ‘ব্ল্যাক এান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডানের ভক্ত-সমর্থক-অনুরাগীদের মাঝে। তারা যেন কিছুতেই মানতে পারছেন না মোহামেডান-দিয়াবাতের এই বিচ্ছেদকে। আর কিভাবেই বা মানবেন? যিনি মোহামেডানকে ২২ বছর পর লিগ ও ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন, দলের অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামলেছেন, অন্য ক্লাবের লোভনীয় অফার থাকার পরও যিনি সাদা-কালো শিবিরের মায়া ছেড়ে অন্য কোথাও যাননি, মোহামেডানের জার্সিতে তো বটেই, বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ইতিহাসেই বিদেশী ফুটবলার হিসেবে লিগে (৫৫ গোল করে ব্রাজিলের রবসন রবিনহো দ্বিতীয় ও ৫৪ গোল করে নাইজেরিয়ার সানডে চিজোবা তৃতীয় স্থানে) সব ধরনের প্রতিযোগিতায় সবচেয়ে বেশি গোলের মালিক যিনি, সেই দিয়াবাতের মোহামেডান ছেড়ে চলে যাওয়াকে কিভাবে মানবেন?

মোহামেডানের তো বটেই, বাংলাদেশের যেকোন ক্লাবের হয়ে ১০০ গোল করা প্রথম ও একমাত্র ফুটবলার দিয়াবাতে

প্রকৃতপক্ষে দিয়াবাতেকে মোহামেডান দলে রাখতে পারেনি দেশের পরিবর্তিত পরিস্থিতির জন্য। দিয়াবাতের পারিশ্রমিক ছিল মাসে প্রায় ১২ হাজার ডলার, যা নতুন মৌসুমে দেওয়া কঠিন। মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানও পদত্যাগ করেছেন। তাই বাস্তবতা মেনে নিয়ে দিয়াবাতে লিখেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। ৬ বছরের লম্বা সময় পর এবার বিদায় বলার সময় এসেছে। আল্লাহ যা করেন, ভালোর জন্য করেন। আলহামদুলিল্লাহ। এখন নতুন দল কোনটা জানি না। বসুন্ধরা কিংসের সঙ্গে কোনও কথা হয়নি এখনও।’

দিয়াবাতে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন ফেডারেশন কাপের অবিস্মরণীয়-রোমাঞ্চকর ফাইনালে একাই হ্যাটট্রিকসহ চার গোল করে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে হারানোর জন্য। ওই শিরোপাটা তিনি নিজের মা, পরিবার ও মোহামেডান সমর্থকদের প্রতি উৎসর্গ করেছিলেন।

ফেডারেশন কাপের ইতিহাসে দিয়াবাতেই প্রথম খেলোয়াড়, যিনি ফাইনালে সর্বোচ্চ ৪ গোল করেন (ক্যারিয়ারে এই প্রথম কোন ম্যাচে ৪ গোল করেন দিয়াবাতে) শুধু তাই নয়, ফাইনালের সেরা খেলোয়াড়, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা (৮ গোল) … তিনটি পুরস্কার একাই বগলদাবা করে আরেকটি কীর্তি গড়েছিলেন।

আফ্রিকার দেশ মালির অধিবাসী দিয়াবাতে। জন্ম ২৩ মার্চ, ১৯৯১। ধর্ম-ইসলাম। উচ্চতা কাঁটায় কাঁটায় ৬ ফুট। জার্সি নম্বর ১০। মোহামেডানের অধিনায়ক কাম ফরোয়ার্ড। টানা ছয় মৌসুম খেলেছেন ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’ খ্যাত মোহামেডানে। লিগে তিনি দলটির হয়ে করেছেন ৯৬ গোল, তাও মাত্র ১১২ ম্যাচে! অবিশ্বাস্য স্কোরিং রেট। ২০২১-২২ মৌসুমে লিগে ২১ গোল করে লিগের টপস্কোরার হয়েছিলেন। এছাড়াও তিনবার হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

দিয়াবাতে এর আগে খেলেছেন ভিয়েতনামের কান থু এফসি (২০১০-২০১৪) এবং লং আন এফসি (২০১৫)-তে।

মোহামেডানের হয়ে মোট ১১৩ গোল করেছেন দিয়াবাতে

মোহামেডান কোচ আলফাজ আহমেদের ‘তুরূপের তাস’ ছিলেন এই দিয়াবাতে। বছর দুয়েক আগে তিনি জানিয়েছিলেন, ‘আমি বাংলাদেশের হয়ে খেলতে পারলে খুশি হবো।’ দিয়াবাতের সেই স্বপ্ন পূরণ হয়নি। মোহামেডানের হয়ে আরও কিছুদিন খেলার ইচ্ছে ছিল। আর সেই ইচ্ছেরও পরিসমাপ্তি ঘটলো।

মোহামেডানের ইতিহাসে বেশ কজন সফল বিদেশী খেলোয়াড় খেলেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন : নেপালের গণেশ থাপা, ইরানের রেজা নালজেগার, বোরহানজাদে, ভিজেন তাহিরি, মুর্তজা ইয়াকিহ, নাইজেরিয়ার এমেকা ইজিউগো, সানডে এমানুয়েল, সানডে চিজোবা, রাশিয়ার আজামত রহিমভ, জিবৎনিকভ, কুজনেৎসভ প্রমুখ। কিন্তু এরা কেউই মোহামেডানের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতায় ১০০ বা তার বেশি গোল করতে পারেননি। সুলেমান দিয়াবাতে পেরেছেন। সাদা-কালোর হয়ে তিনি মোট ১১৩ গোল করেছেন, যা ক্লাবটির ইতিহাসে কোন বিদেশী ফুটবলারের সবচেয়ে বেশি গোলের রেকর্ড। ফলে অনেক মোহামেডান অনুরাগী দিয়াবাতেকে গোলস্কোরিংয়ের বিচারে মোহামেডানের সেরা বিদেশী ফুটবলার মনে করেন।

মোহামেডানের জার্সিতে দিয়াবাতের ১১৩ গোলের পরিসংখ্যান 

* প্রিমিয়ার লিগে ১১২ ম্যাচে ৯৬ গোল  (২০১৮-১৯ মৌসুমে ৮ গোল, ২০১৯-২০ মৌসুমে ২ গোল, ২০২০-২১ মৌসুমে ১৩ গোল, ২০২১-২২ মৌসুমে ২১ গোল, ২০২২-২৩ মৌসুমে ১৬ গোল, ২০২৩-২৪ মৌসুমে ১৭ গোল, ২০২৪-২৫ মৌসুমে ১৯ গোল)

* ফেডারেশন কাপে ১৩ গোল  (২০১৯-২০ মৌসুমে ২ গোল, ২০২০-২১ মৌসুমে ১ গোল, ২০২১-২২ মৌসুমে ১ গোল, ২০২২-২৩ মৌসুমে ৮ গোল, ২০২৪-২৫ মৌসুমে ১ গোল)

* স্বাধীনতা কাপে ৩ গোল  (২০২১ আসরে ১ গোল, ২০২২-২৩ আসরে ২ গোল)

* বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপে ১ গোল (২০২৪ আসরে ১ গোল)

আরকে/সবা