২০২৫ সালের এসএসসি পরীক্ষায় পটুয়াখালীর সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে সকল বিষয়ে এ প্লাস (জিপিএ-৫ গোল্ডেন) অর্জন করে হিসান মুহতাসিম।
হিসান মুহতাসিম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) প্রো-ভাইস চ্যান্সেলর, প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং নাসরিন জাহান শিমু’র একমাত্র পুত্র। ছোটবেলা থেকেই মেধা ও শৃঙ্খলার অপূর্ব সমন্বয়ে গড়ে উঠেছে তার শিক্ষাজীবন। প্রাথমিক ও জুনিয়র পর্যায়ে—পিএসসি ও জেএসসি—দুই পরীক্ষাতেই সকল বিষয়ে এ প্লাস (জিপিএ-৫ গোল্ডেন) অর্জন করে সে তার ধারাবাহিকতা প্রমাণ করেছে।
শুধু পাঠ্যপুস্তকের মাঝে সীমাবদ্ধ না থেকে হিসান নিয়মিত অংশ নিয়েছে স্কুল পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সহশিক্ষা কার্যক্রমে। রোভার স্কাউট ও অন্যান্য সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সে শিশুকালেই নেতৃত্বগুণ ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। হিসানের একমাত্র বোন নাহিয়া হেমরিন, পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী।
ভবিষ্যতে হিসান মুহতাসিম প্রকৌশল বিদ্যায় উচ্চতর ডিগ্রি অর্জন করে দেশের একজন সেরা প্রকৌশলী হিসেবে নিজেকে দেখতে চায়।
তার বাবা-মা সন্তানের সুস্বাস্থ্য, উত্তরণ এবং নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
এমআর/সবা
শিরোনাম
এসএসসিতে জিপিএ-৫ পেল পবিপ্রবি প্রো-ভিসির পুত্র হিসান মুহতাসিম
-
পবিপ্রবি প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৪২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- ।
- 73
জনপ্রিয় সংবাদ
























