চট্টগ্রামের হাটহাজারীতে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার কিছুটা কমলেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার পাসের হার ৭৪.৭৫ শতাংশ। তবে জিপিএ-৫ পেয়েছে ৫২৩ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় বেশি।
২০২৪ সালে পাসের হার ছিল ৮৫.৫১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৪৯২ জন শিক্ষার্থী।
উপজেলার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবারও বরাবরের মতো শীর্ষ অবস্থান ধরে রেখেছে। বিদ্যালয়ের ২১৬ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২১৫ জন এবং সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন জানান, “এটি শিক্ষকদের নিরলস পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফল।”
তিনি আরো বলেন, “পরীক্ষার ফল প্রকাশে বোর্ড পরীক্ষায় অংশ না নেওয়া একজন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করায় আমাদের শতভাগ পাস প্রাপ্তি ফলাফলে প্রতিফলিত হয়নি। এ বিষয়ে আমরা বোর্ডকে অবহিত করব।”
তিনি আরও জানান, “নিয়ম অনুযায়ী বোর্ড কেবল পরীক্ষায় অংশগ্রহণকারীদের হিসাব করলে আমাদের বিদ্যালয় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে স্থান নির্ধারণে আরও এগিয়ে থাকবেন।
জানতে চাইলে হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জনাব সেলিম ভূইঁয়া বলেন পাশ্ববর্তী উপজেলার ভিত্তিতে হাটহাজারী ফলাফল সামগ্রিক ভাবে ভালো। তিনি আরও বলেন হাটহাজারী উপজেলায় শতভাগ পাশ কোন বিদ্যালয় না করলে ও আগামীতে শিক্ষক সংকট নিরসন হলে ম্যনেজমেন্ট,অভিভাবক ও শিক্ষক আরও সচেতন হলে আরো ভালো ফলাফল সম্ভব। শুধু একজন ছাত্রের জন্য পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় শতভাগ পাশ করতে পারেনি বলে মন্তব্য করেন।
২০২৪ সালেও বিদ্যালয়টি ২৪৪ জন পরীক্ষার্থীর শতভাগ পাসে উপজেলায় শীর্ষ অবস্থানে ছিল। সেবার জিপিএ-৫ পেয়েছিল ৯০ জন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. বি. এম. মশিউজ্জামান এবারের ফলাফলে সন্তোষ প্রকাশ করে পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি বলেন, “এই সফলতা শিক্ষকদের আন্তরিকতা, সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও অভিভাবকদের সহযোগিতার ফল।” তিনি সরকারি চাকরির নিয়ম অনুসারে এডিসি হিসেবে কুমিল্লা বদলি বিষয় তুলে এনে বলেন সবার জন্য শুভকামনা রইল।
এবার হাটহাজারী উপজেলায় ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ হাজার ৬০৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ৪ হাজার ৯৩৭ জন।
শিরোনাম
শীর্ষে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়
হাটহাজারীতে এসএসসিতে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫
-
মোঃ একরামুল হক,হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা - আপডেট সময় : ০৬:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- ।
- 265
জনপ্রিয় সংবাদ
























