জামালপুর র্যাব শেরপুর জেলার নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করেছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭টায় র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।
দুপুরে জামালপুর র্যাব-১৪ সংবাদ সম্মেলন করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরে সীমান্তবর্তী পশ্চিম চাঁদগাঁও এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ ঢাকায় নিয়ে যাচ্ছে এমন সংবাদে র্যাবের একটি দল অভিযানে গেলে মাদক কারবারিরা পিকআপটি নিয়ে পালানোর চেষ্টা করে। প্রায় ৩০ মিনিট ধাওয়া শেষে চাঁদগাঁও গ্রামের কাঁচা রাস্তায় পিকআপটি ফেলে পালিয়ে যায় তাঁরা। পরে তল্লাশি চালিয়ে পিকআপ থেকে ২৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।
জামালপুর র্যাব-১৪ কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জব্দকৃত আলামত নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া পলাতকদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম
জামালপুর র্যাবের পিকাআপসহ ২৬০ বোতল বিদেশি মদ জব্দ
-
স্টাফ রিপোর্টার, জামালপুর - আপডেট সময় : ০৬:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- ।
- 100
জনপ্রিয় সংবাদ
























