দীর্ঘ ১০ বছর ফ্যাসিস্টদের বেআইনি দখলে থাকা তেভাগা খামার জোবরা এলাকার বাংলাদেশ চাষী কল্যাণ সমিতির পূর্বে ক্রয়কৃত জমি, মসজিদ ও বাণিজ্যিক কমপ্লেক্স অবশেষে দখলমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। আজ (বিকাল বাদ আছর) বাংলাদেশ জামায়াতে ইসলামি, বাংলাদেশ চাষী কল্যাণ সমিতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।
দখলমুক্ত কার্যক্রমে নেতৃত্ব দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের প্রচার সেক্রেটারি ইসহাক ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন ফতেপুর ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হারুন ও সেক্রেটারি সাদমান শাহরিয়ার।
এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ ফতেপুর শাখার সভাপতি প্রফেসর আব্দুল মান্নান, সহ-সভাপতি মো. ফরিদ, সেক্রেটারি মো. মফিজ, সাংগঠনিক সেক্রেটারি মো. শাহাব উদ্দিন, ভবানীপুর ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন প্রচার সেক্রেটারি আ. ম. ম. সাইফুল কাদের জাবীদ, ০৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সেক্রেটারি ও শিল্প ও বাণিজ্য সেক্রেটারি মো. আব্দুল আনিছ, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ মহিন এবং ০৪ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মো. ইয়াকুব উপস্থিত ছিলেন।
জোবরার সচেতন এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে জমি ও স্থাপনা দখলমুক্ত কার্যক্রম সম্পন্ন হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর নিজেদের মালিকানাধীন স্থাপনা ফিরে পেয়ে তারা আনন্দিত ও কৃতজ্ঞ।
এমআর/সবা
শিরোনাম
হাটহাজারীর তেভাগা খামারে জমি ও স্থাপনা দখলমুক্ত করল জামায়াত ও সহযোগী সংগঠন
-
মো. একরামুল হক হাটহাজারী (চট্টগ্রাম) - আপডেট সময় : ০৭:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
- ।
- 337
জনপ্রিয় সংবাদ
























