০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে সার ও কীটনাশক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে সার ও কীটনাশক ব্যবসায়ী ‘সরকার ট্রেডার্স’-এর মালিক মদন মোহন সাহা (৪৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মদন মোহন সাহা বীরগঞ্জ পৌর বাজারের বাসিন্দা মৃত রাখাল চন্দ্র সাহা ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে পৌর শহরের ৪নং ওয়ার্ডের দৈনিক বাজার এলাকায় নিজ বাড়ির নির্মাণাধীন বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে তার ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
মৃতদের পকেটে একটি চিরকুট পাওয়া যায় যেখানে লেখা ছিল পাওনাদারের চাপে পড়ে আমি গলায় রশি দিতে বাধ্য হলাম।
পরিবার ও প্রতিবেশীদের দাবি, তিনি বিগত কয়েক বছর ধরে ব্যবসায়িক কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ঋণগ্রস্ত ছিলেন। ধারনা করা হচ্ছে, প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার দেনার চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এ কারণে আত্মহননের পথ বেছে নেন।
মৃতের ভাতিজা নয়ন সরকার জানান, “চাচা দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ছিলেন। ঋণ পরিশোধ নিয়ে খুব চিন্তিত ছিলেন। আমরা কখনো ভাবিনি তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।” ২ মাস পূর্বে সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল পরিবারের সদস্যরা জানান।
বীরগঞ্জ থানা ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায়
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

বীরগঞ্জে সার ও কীটনাশক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

দিনাজপুরের বীরগঞ্জে সার ও কীটনাশক ব্যবসায়ী ‘সরকার ট্রেডার্স’-এর মালিক মদন মোহন সাহা (৪৮) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মদন মোহন সাহা বীরগঞ্জ পৌর বাজারের বাসিন্দা মৃত রাখাল চন্দ্র সাহা ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে পৌর শহরের ৪নং ওয়ার্ডের দৈনিক বাজার এলাকায় নিজ বাড়ির নির্মাণাধীন বাড়ির তৃতীয় তলার একটি কক্ষে তার ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
মৃতদের পকেটে একটি চিরকুট পাওয়া যায় যেখানে লেখা ছিল পাওনাদারের চাপে পড়ে আমি গলায় রশি দিতে বাধ্য হলাম।
পরিবার ও প্রতিবেশীদের দাবি, তিনি বিগত কয়েক বছর ধরে ব্যবসায়িক কারণে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে ঋণগ্রস্ত ছিলেন। ধারনা করা হচ্ছে, প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার দেনার চাপে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এ কারণে আত্মহননের পথ বেছে নেন।
মৃতের ভাতিজা নয়ন সরকার জানান, “চাচা দীর্ঘদিন ধরেই মানসিক চাপে ছিলেন। ঋণ পরিশোধ নিয়ে খুব চিন্তিত ছিলেন। আমরা কখনো ভাবিনি তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন।” ২ মাস পূর্বে সে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল পরিবারের সদস্যরা জানান।
বীরগঞ্জ থানা ওসি মোঃ আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায়
এমআর/সবা