সারাদেশে বেড়ে চলা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সম্প্রতি ঢাকার মিডফোর্ড হাসপাতালে চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে এক ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে রাজারহাটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ২টায় রাজারহাট সোনালী ব্যাংক চত্বর থেকে শুরু হয় এই বিক্ষোভ মিছিল। এতে অংশ নেন রাজারহাটের সর্বস্তরের ছাত্র ও জনতা। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার ও স্লোগানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, “মিডফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। অথচ অপরাধীরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে। এর দ্রুত বিচার না হলে দেশের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যাবে।”
বিক্ষোভকারীরা অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস ও গুণ্ডামির বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, তারা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে চান। প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুমকিও দেন তারা।
ইসলামী ছাত্রশিবির রাজারহাট পশ্চিম শাখার সভাপতি মোঃ সুজন মিয়ার সভাপতিত্বে ও রাজারহাট উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তোফায়েল আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এনসিপির রাজারহাট উপজেলা শাখায় সমন্বয়কারী রাশেদুল ইসলাম, উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ উপজেলা খেলাফত মজলিশের রাশেদুল ইসলাম ও মামুনুর রশিদ প্রমুখ।
এমআর/সবা
শিরোনাম
মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে রাজারহাটে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
-
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- ।
- 227
জনপ্রিয় সংবাদ
























