এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বল পায়ে জাদু দেখিয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। দুজনের পা থেকে এসেছিল ৬ গোল। তারা দুজনেই আবার খেলছেন ভুটান নারী লিগে। আজ বুধবার প্রথম ম্যাচে রয়েল থিম্পু কলেজের (আরটিসি) হয়ে খেলে বড় জয় পেয়েছেন।
শামসুন্নাহার ও তহুরা খাতুনের নৈপুণ্যে আরটিসি ৪-০ গোলে হারায় উগেন একাডেমিকে।
প্রথমার্ধে দল ৩-০ গোলে এগিয়ে ছিল। শামসুন্নাহার শুরুতে গোল করে দলকে এগিয়ে নেন। তহুরা করেন চতুর্থ গোল। অন্য দুটি স্থানীয়দের কাছ থেকে এসেছে।
শামসুন্নাহার এক গোল করে হয়েছেন ম্যাচসেরা। এই ফরোয়ার্ড বলেছেন, ‘প্রথম ম্যাচ খেলেছি। ম্যাচসেরা হয়েছি ভালো লাগছে।’
স্ট্রাইকার তহুরা দৃঢ় প্রত্যয়ী কণ্ঠে বললেন, ‘আজ প্রথম ম্যাচে আমরা ভালো খেলেছি। সামনের ম্যাচেও ভালো খেলতে চাই।’
আরকে/সবা


























