“অভয়াশ্রম গড়ে তুলি” দেশি মাছে দেশ ভরি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৪ তারিখ পযর্ন্ত সারাদেশে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ কার্যক্রম এর উদ্ভোধন করা হয়, তারই ধারাবাহিকতায় পার্বত্য জেলার রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টা রাজস্থলী উপজেলা মডেল মসজিদ মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ কার্যালয় থেকে ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র্যালি ও মাছের পোনা অবমুক্ত করণ করা হয় রাজস্থলী উপজেলা পুকুরে।
উক্ত জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অফিস সহকারী সঞ্চয় চাকমা ,অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদ, সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুল হক,।।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ উপজেলা দুর্নীতি দমনে সভাপতি আলাউদ্দিন সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীর ও সংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। নদী, হাওর-বাঁওড়, খাল-বিল আর উপকূলের মিষ্টি পানির মৎস্য সম্পদ আমাদের অর্থনীতি, সংস্কৃতি ও জীবনধারার অবিচ্ছেদ্য অংশ। দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। তাছাড়া মাছ আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান খাত।
বক্তারা আরো বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, নদ-নদীর ভরাট, দূষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশি মাছের প্রজাতিগুলো হুমকির মুখে পড়ছে। একসময় যে মাছগুলো সহজলভ্য ছিল, আজ অনেকগুলোকেই আমরা খুঁজে পাই না। এমন প্রেক্ষাপটে এবারের স্লোগান — “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” — সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভয়াশ্রম মানে শুধু মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা নয়, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ খাদ্য নিশ্চিত করা।
অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষি ৩জনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসএস/সবা
শিরোনাম
রাজস্থলীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ
-
রাঙ্গামাটি প্রতিনিধি - আপডেট সময় : ০৯:০২:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- ।
- 64
জনপ্রিয় সংবাদ

























