খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ইউনিয়ন পর্যায় বিএনপির সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭সেপ্টম্বর) সকাল ১০টায় উপজেলা বাবুছড়া ইউনিয়নে দীঘিনালা ও বাবুছড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এবং বিকাল ৩টায় দীঘিনালা কমিউনিটি সেন্টার
কবাখালী ও বোয়ালখালী সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালা উপজেলায় বিএনপির আয়োজিত কর্মী সমাবেশে ভারচুয়াল বক্তব্যে দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
দীঘিনালা উপজেলায় বিএনপির সভাপতি মো: শফিকুল ইসলাম সফিক এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধরন সম্পাদক এমএন আফছার,জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু ও মো মোশাররফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো আব্দুর রব রাজা, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. সাহেদুল হোসেন সুমন, দীঘিনালা উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক মো জয়নাল আবেদীন।
ভারচুয়াল বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার বলেন,
আগামী সংসদ নির্বাচনে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করে দেশের মানুষের সেবা করা আমাদের প্রধান লক্ষ্য।
এমআর/সবা





















