১০:২১ অপরাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নোবিপ্রবিতে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের কর্মজীবন প্রস্তুতিতে সহায়তা করতে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে নিয়মিত সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। বছরের শেষে বিশ্ববিদ্যালয়ে বড় পরিসরে একটি জব ফেয়ারের আয়োজনের কথাও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সফট স্কিল বাড়াতে হবে। জব মার্কেটের জন্য উপযোগী করে তুলতে পারলেই আমাদের কাজ সফল হবে।”

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। কী-নোট স্পিকার ছিলেন বিডিজবস ডটকম লিমিটেডের হেড অব প্রোগ্রামস্ মোহাম্মদ আলী ফিরোজ। স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আমান বাংলাদেশ লিমিটেডের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. মেহনাজউদ্দিন রুপম, প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার মো. জুবায়ের হোসেন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান।

প্রসঙ্গত, সেমিনারটি আয়োজন করে নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, সহযোগিতায় ছিল নোবিপ্রবি ক্যারিয়ার ক্লাব। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

শীতের রাতে পায়ে মোজা পরে ঘুমানো ভালো নাকি খারাপ, জানুন

নোবিপ্রবিতে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীদের কর্মজীবন প্রস্তুতিতে সহায়তা করতে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এ সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নে নিয়মিত সেমিনার ও প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। বছরের শেষে বিশ্ববিদ্যালয়ে বড় পরিসরে একটি জব ফেয়ারের আয়োজনের কথাও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি সফট স্কিল বাড়াতে হবে। জব মার্কেটের জন্য উপযোগী করে তুলতে পারলেই আমাদের কাজ সফল হবে।”

সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। কী-নোট স্পিকার ছিলেন বিডিজবস ডটকম লিমিটেডের হেড অব প্রোগ্রামস্ মোহাম্মদ আলী ফিরোজ। স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন আমান বাংলাদেশ লিমিটেডের হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. মেহনাজউদ্দিন রুপম, প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার মো. জুবায়ের হোসেন ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. শিবলুর রহমান।

প্রসঙ্গত, সেমিনারটি আয়োজন করে নোবিপ্রবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর, সহযোগিতায় ছিল নোবিপ্রবি ক্যারিয়ার ক্লাব। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এমআর/সবা