চট্টগ্রামের পাহাড়তলী এলাকার ছদু চৌধুরী রোডে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি গোপন চিপস কারখানায় নোংরা পরিবেশে শিশুদের জন্য চিপস তৈরি হচ্ছিলো। খোলা অবস্থায় ময়দা ও উপকরণ ছড়িয়ে ছিল, আরেক কোণে কালচে নষ্ট তেলেই ভাজা হচ্ছিল চিপস।
উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানিয়েছেন, অনুমোদনহীন কেমিকেল ও নষ্ট তেল ব্যবহার করা হয়েছে, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। অভিযানের পর ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’কে ৩ লাখ টাকা জরিমানা করে সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
একই অভিযানে দেওয়ানহাট এলাকায় অপরিচ্ছন্ন রান্নাঘর ও বাসি মাছ-মাংস একই ফ্রিজে রাখার জন্য ‘হোটেল সিটি আই’কে ১০ হাজার, ‘মুসলিম হোটেল’ ও ‘দরবার ভাতঘর’-কে ৬ হাজার করে জরিমানা করা হয়। এছাড়া, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ‘ফারিয়া মেডিকেল’-কে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবারের অভিযানে মোট ৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান শেষে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ তাদের সন্তানেরা প্রতিদিন যে চিপস খাচ্ছে, তা এমন নোংরা কারখানায় তৈরি হচ্ছে।




















