০৯:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় পানিতে ডুবে প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

নওগাঁর রাণীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মণ্ডলপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঘোষগ্রাম মণ্ডলপাড়ার মৃত হায়ের প্রামানিকের ছেলে মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)। দুই ভাই-ই দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ও প্রতিবন্ধী ছিলেন।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

নিহতদের ছোট ভাই বেলাল প্রামানিক জানান, “দুপুর ১২টার দিকে মফিজ ও হবিজ বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। একটু অসাবধান হলেই তারা রাস্তা বা পুকুরপারে চলে যেত। কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তি এসে জানায়, পুকুরে একজনের মরদেহ ভাসছে। আমরা ছুটে গিয়ে দেখি, সত্যিই আমার এক ভাই পানিতে। কিছুক্ষণের মধ্যেই আরেকজনের মরদেহও পাওয়া যায়।”

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুকুরটি বাড়ি থেকে কিছুটা দূরে। ধারণা করা হচ্ছে দু’জন অসাবধানতাবশত পুকুরে পড়ে যান এবং সাঁতার না জানায় কেউই বাঁচতে পারেননি।

পুলিশ বলছে কী?

ঘটনার খবর পেয়ে রাণীনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “দুই সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এলাকাজুড়ে শোকের ছায়া

এই আকস্মিক ও করুণ ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, “মফিজ ও হবিজ কারও ক্ষতি করত না। তারা সারাদিন চুপচাপ থাকত। তাদের এমন মৃত্যু সত্যিই কষ্টদায়ক।”

স্থানীয় ইউপি সদস্যসহ অনেকেই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। গ্রামীণ এই জনপদের সহজ-সরল মানুষগুলো আজ বাকরুদ্ধ, চোখে জল। পরিবারটি এমনিতেই অসচ্ছল, তার ওপর দুই প্রতিবন্ধী ছেলেকে হারিয়ে চরম অসহায় হয়ে পড়েছে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ছাত্র সংসদে ভোটের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল

নওগাঁয় পানিতে ডুবে প্রতিবন্ধী দুই ভাইয়ের মৃত্যু, এলাকাজুড়ে শোকের ছায়া

আপডেট সময় : ০৫:৫১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর রাণীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মণ্ডলপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ঘোষগ্রাম মণ্ডলপাড়ার মৃত হায়ের প্রামানিকের ছেলে মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)। দুই ভাই-ই দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ও প্রতিবন্ধী ছিলেন।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

নিহতদের ছোট ভাই বেলাল প্রামানিক জানান, “দুপুর ১২টার দিকে মফিজ ও হবিজ বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল। একটু অসাবধান হলেই তারা রাস্তা বা পুকুরপারে চলে যেত। কিছুক্ষণ পর স্থানীয় এক ব্যক্তি এসে জানায়, পুকুরে একজনের মরদেহ ভাসছে। আমরা ছুটে গিয়ে দেখি, সত্যিই আমার এক ভাই পানিতে। কিছুক্ষণের মধ্যেই আরেকজনের মরদেহও পাওয়া যায়।”

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পুকুরটি বাড়ি থেকে কিছুটা দূরে। ধারণা করা হচ্ছে দু’জন অসাবধানতাবশত পুকুরে পড়ে যান এবং সাঁতার না জানায় কেউই বাঁচতে পারেননি।

পুলিশ বলছে কী?

ঘটনার খবর পেয়ে রাণীনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “দুই সহোদরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এলাকাজুড়ে শোকের ছায়া

এই আকস্মিক ও করুণ ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, “মফিজ ও হবিজ কারও ক্ষতি করত না। তারা সারাদিন চুপচাপ থাকত। তাদের এমন মৃত্যু সত্যিই কষ্টদায়ক।”

স্থানীয় ইউপি সদস্যসহ অনেকেই পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। গ্রামীণ এই জনপদের সহজ-সরল মানুষগুলো আজ বাকরুদ্ধ, চোখে জল। পরিবারটি এমনিতেই অসচ্ছল, তার ওপর দুই প্রতিবন্ধী ছেলেকে হারিয়ে চরম অসহায় হয়ে পড়েছে।

এমআর/সবা