০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হওয়ার আহবান ইউজিসি চেয়ারম্যানের

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ শিক্ষার্থীদের সমাজের সমস্যা বুঝতে শেখানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সফলতার পথ দেখাতে হবে এবং সমস্যা সমাধানের উপায় শেখাতে হবে, যাতে তারা দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের দু’দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, বিশ্ববিদ্যালয় হলো দেশের ভবিষ্যৎ গঠনের কেন্দ্র; শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই ভূমিকা সমান গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসুরুল্লাহ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কোরআনের তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ, তথ্যবহুল ডকুমেন্টারি প্রদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের মধ্যে জিএসটিভুক্ত পরীক্ষায় মেধাবীদেরও পুরস্কৃত করা হয়।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় সেই অভিযানে যাওয়া সব সেনা সদস্য প্রত্যাহার, তদন্ত কমিটি

শিক্ষার্থীদের দায়িত্বশীল নাগরিক হওয়ার আহবান ইউজিসি চেয়ারম্যানের

আপডেট সময় : ০৫:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম. এ. ফায়েজ শিক্ষার্থীদের সমাজের সমস্যা বুঝতে শেখানোর আহবান জানিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের সফলতার পথ দেখাতে হবে এবং সমস্যা সমাধানের উপায় শেখাতে হবে, যাতে তারা দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের দু’দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, বিশ্ববিদ্যালয় হলো দেশের ভবিষ্যৎ গঠনের কেন্দ্র; শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই ভূমিকা সমান গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসুরুল্লাহ সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের শিক্ষক এবং নবীন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কোরআনের তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ, তথ্যবহুল ডকুমেন্টারি প্রদর্শন এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের মধ্যে জিএসটিভুক্ত পরীক্ষায় মেধাবীদেরও পুরস্কৃত করা হয়।

এমআর/সবা