দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে “স্থানীয় উন্নয়নে সাংবাদিক ও জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক” এক আলোচনা সভা ২৭ সেপ্টেম্বর দাগনভূঞা একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ট্রাস্ট চেয়ারম্যান এম এ তাহের পন্ডিতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী স্থানীয় সরকার উপপরিচালক উপসচিব গোলাম মোঃ বাতেন,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ফেনী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য আধ্যাক আবু ইউসুফ, ট্রাস্ট ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, দৈনিক সংগ্রাম পত্রিকার ফেনী সংবাদদাতা,আব্দুর রহিম, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন,দাগনভূঞা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র আকবর হোসেন, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী বিশিষ্ট সমাজসেবক মেজবা উদ্দিন সাঈদ সাইদ, দাগনভূঞা জামায়াতে ইসলামের আমির গাজী সালেহ উদ্দিন,বিএনপি’র সেক্রেটারি সাইফুর রহমান স্বপন, দাগনভূঞার জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী,
আরো বক্তব্য রাখেন, টাস্ট আয়োজক কমিটির আহবায়ক জাকির হোসেন, বক্তারা বলেন, ট্রাস্ট দাগনভূঞা সাংবাদিকদের কল্যাণে এবং মানবিকতার জন্য একটি মাইল পলক, ট্রাস্টের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তাগণ আরো বলেন ট্রাস্ট এর ধারাবাহিকতা থাকলে দাগনভূঞার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সদস্যদের দক্ষতা দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ দূরদর্শী সংবেদনশীল মানবিক দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার মানুষের কাজ করছে বলে তারা মনে করেন। দাগনভূঞার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন সবাই।





















