গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে আব্দুল আজিজ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুরে হলদিয়া ইউনিয়নের উত্তর দিগলকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আব্দুল আজিজ সকালে নিজের বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে বজ্রপাত হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হলদিয়া ইউপি সদস্য রেজাউল করিম জানান, নিহতের তিন শিশু সন্তান (দুই ছেলে ও এক মেয়ে) রয়েছে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এমআর/সবা























