০২:১৪ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পটিয়ায় ধরা পড়লো ডাকবাংলার আলোচিত অজগর

চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের পাশে ডাকবাংলা মোড়ের বটগাছে অবস্থান নেওয়া আলোচিত অজগর সাপটি অবশেষে ধরা পড়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে স্থানীয় এক ব্যক্তি গাছে উঠে বাঁশের সাহায্যে সাপটিকে নিচে নামান। খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়, ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে স্থানীয়দের সহায়তায় বন বিভাগ অজগরটি উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর প্রথমবার ওই অজগরটিকে বটগাছে দেখা যায়। খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বৃষ্টি ও অন্ধকারের কারণে ব্যর্থ হয়।

পটিয়া সরকারি কলেজের দারোয়ান মো. আব্দুল্লাহ জানান, প্রায় চার বছর আগে একই এলাকায় একটি অজগরের বাচ্চা দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেটিই বড় হয়ে এখন বিশাল আকার ধারণ করেছে।

স্থানীয়রা জানান, সাপটি বনে অবমুক্ত করা হলেও এলাকায় এখনও কিছুটা আতঙ্ক বিরাজ করছে।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

পটিয়ায় ধরা পড়লো ডাকবাংলার আলোচিত অজগর

আপডেট সময় : ০৯:২৪:৩০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের পটিয়া সরকারি কলেজের পাশে ডাকবাংলা মোড়ের বটগাছে অবস্থান নেওয়া আলোচিত অজগর সাপটি অবশেষে ধরা পড়েছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে স্থানীয় এক ব্যক্তি গাছে উঠে বাঁশের সাহায্যে সাপটিকে নিচে নামান। খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়, ফলে এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে স্থানীয়দের সহায়তায় বন বিভাগ অজগরটি উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করে।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর প্রথমবার ওই অজগরটিকে বটগাছে দেখা যায়। খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান বৃষ্টি ও অন্ধকারের কারণে ব্যর্থ হয়।

পটিয়া সরকারি কলেজের দারোয়ান মো. আব্দুল্লাহ জানান, প্রায় চার বছর আগে একই এলাকায় একটি অজগরের বাচ্চা দেখা গিয়েছিল। ধারণা করা হচ্ছে, সেটিই বড় হয়ে এখন বিশাল আকার ধারণ করেছে।

স্থানীয়রা জানান, সাপটি বনে অবমুক্ত করা হলেও এলাকায় এখনও কিছুটা আতঙ্ক বিরাজ করছে।
এমআর/সবা