রাজশাহীতে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় অ্যাস্ট্রোনোমি ক্যাম্প। বাংলাদেশ সোশিও–কালচারাল ফোরাম (বিএসসিএফ) আয়োজিত তিন দিনব্যাপী ‘বিএসসিএফ সেকেন্ড অ্যাস্ট্রোনমি ক্যাম্প–২০২৫’ এর উদ্বোধন হয় সকালে রাজশাহী নভোথিয়েটারে। এই আয়োজনে রাজশাহী বিভাগের এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে।
ক্যাম্পের প্রাক–উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রায়হানা শামস ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটাক তালুকদার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, নভোথিয়েটারের উপ–পরিচালক এবাদত হোসেন এবং বিএসসিএফ উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান।
ক্যাম্প চলবে ১১ অক্টোবর পর্যন্ত। এই তিন দিনে শিক্ষার্থীরা অংশ নেবে বিভিন্ন গ্রুপ ওয়ার্ক, থিমভিত্তিক সেশন, অ্যাস্ট্রোনমি ক্যাম্পেইন, অলিম্পিয়াড ও প্যানেল আলোচনায়।
সংগঠনের প্রধান নির্বাহী নিলয় সাহা বলেন, “অ্যাস্ট্রোনমি নিয়ে দেশে এখনও প্রয়োজনীয় উদ্যোগ নেই। আমরা চাই এই আয়োজন শিক্ষার্থীদের বিজ্ঞান ও মহাকাশবিজ্ঞান চর্চায় আগ্রহী করে তুলুক এবং ভবিষ্যতে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিতেও আন্তর্জাতিক সাফল্য অর্জন করুক।”
আগামীকাল দ্বিতীয় দিনে রুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে ক্যাম্পের মূল উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিভাগের কমিশনার খন্দকার আজিম আহমেদ, এনডিসি এবং প্রধান পৃষ্ঠপোষক থাকবেন রুয়েটের উপাচার্য প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক। সেদিন বিশেষ সেশনে বক্তব্য দেবেন খ্যাতনামা অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাউলিন।
শেষ দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও ‘বাংলাদেশে বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা’ শীর্ষক প্যানেল আলোচনা। আলোচনায় অংশ নেবেন শামা ওবায়েদ, মাওলানা রফিকুল ইসলাম খান, সামান্তা শারমিন, উমামা ফাতিমা এবং ক্যাম্প চীফ সামিন ইয়াসার সাদ। সঞ্চালনা করবেন যমুনা টেলিভিশনের মাহফুজ মিশু।
সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন শিল্পী মাশা ইসলাম।
এমআর/সবা


























