চট্টগ্রামের আউটার রিং রোডে বুধবার রাত ১১টার দিকে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। ঘটনা ফৌজদারহাট টোল রোডে চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে ঘটে।
নিহতরা হলেন—নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার আব্দুর রবের ছেলে শাহারিয়ার আজিজ অনিক (২৭) এবং আগ্রাবাদ ব্যাংক কলোনি এলাকার মো. সোহান (২৭)। অনিক আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক শেষ করেছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে আলো না থাকায় অন্ধকার ও মোটরসাইকেলের নিয়ন্ত্রণহীন গতির কারণে দুর্ঘটনা ঘটে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমআর/সবা



















