০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বশেমুরবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য নিয়োগ

হৃদয় সরকার, বশেমুরবিপ্রবি সংবাদদাতা

দীর্ঘ প্রতিক্ষার পর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি) পেলো নতুন উপ-উপাচার্য। রেজিস্টার জানান, আমরা একনো প্রজ্ঞাপনটি হাতে পাইনি এবং তিনি এখনো যোগদান করেন নি।

১৫অক্টোবর (রবিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মোছাঃ রোখছানা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপ-উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক, রসায়ন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর উপ-উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ হতে তিনি ৪ (চার) বছর উক্ত পদে পদাধিকারী থাকবেন। এবং উপ-উপাচার্য পদে কর্মরত থাকাকালীন তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, তিনি উপ-উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: দলিলুর রহমান বলেন, আমরা এখনো প্রজ্ঞাপনটি হাতে পাইনি। তবে উপ-উপাচার্য নিয়োগের বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। তিনি বলেন, আমরা আশা করি, উপ-উপাচার্য যোগদান করার পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরো বেশি সামনের দিকে যাবে৷ তিনি সার্বক্ষণিকভাবে একাডেমিক বিষয়ে সহযোগিতা করবেন এবং উপাচার্যকে তার কাজে সহযোগিতা করবেন বলে আশাবাদী।

নতুন নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর ড. সৈয়দ শামসুল আলম বলেন, আমি নিয়োগ পেয়ে আনন্দিত। বর্তমান উপাচার্য মহাদয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল প্রচেষ্টা চালাবো। একইসাথে আমি গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয়ের মানকে সমুন্নত রাখার চেষ্টা করব।

জনপ্রিয় সংবাদ

বশেমুরবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য নিয়োগ

আপডেট সময় : ০৫:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

হৃদয় সরকার, বশেমুরবিপ্রবি সংবাদদাতা

দীর্ঘ প্রতিক্ষার পর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি) পেলো নতুন উপ-উপাচার্য। রেজিস্টার জানান, আমরা একনো প্রজ্ঞাপনটি হাতে পাইনি এবং তিনি এখনো যোগদান করেন নি।

১৫অক্টোবর (রবিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মোছাঃ রোখছানা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপ-উপাচার্য নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১২ (১) অনুযায়ী ড. সৈয়দ সামসুল আলম, অধ্যাপক, রসায়ন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর উপ-উপাচার্য পদে নিয়োগ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ হতে তিনি ৪ (চার) বছর উক্ত পদে পদাধিকারী থাকবেন। এবং উপ-উপাচার্য পদে কর্মরত থাকাকালীন তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, তিনি উপ-উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন সংবিধি দ্বারা নির্ধারিত ও উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: দলিলুর রহমান বলেন, আমরা এখনো প্রজ্ঞাপনটি হাতে পাইনি। তবে উপ-উপাচার্য নিয়োগের বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। তিনি বলেন, আমরা আশা করি, উপ-উপাচার্য যোগদান করার পর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরো বেশি সামনের দিকে যাবে৷ তিনি সার্বক্ষণিকভাবে একাডেমিক বিষয়ে সহযোগিতা করবেন এবং উপাচার্যকে তার কাজে সহযোগিতা করবেন বলে আশাবাদী।

নতুন নিয়োগপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর ড. সৈয়দ শামসুল আলম বলেন, আমি নিয়োগ পেয়ে আনন্দিত। বর্তমান উপাচার্য মহাদয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল প্রচেষ্টা চালাবো। একইসাথে আমি গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয়ের মানকে সমুন্নত রাখার চেষ্টা করব।