দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় তারকা ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। শুরুতে বিষয়টি নিছক গুঞ্জন বলে উড়িয়ে দিলেও সময়ের সঙ্গে সঙ্গে নেটিজেনদের কৌতূহল আরও বেড়েছে।
এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে বিয়ের খবর। ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে দাবি করা হচ্ছে—চুপিচুপি পরিণয়ের পথে হাঁটতে চলেছেন এই তারকা যুগল।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই চার হাত এক হতে পারে ধানুশ ও ম্রুণালের। গুঞ্জন অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি তাদের বিয়ের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। বিয়ের জন্য বেছে নেওয়া হয়েছে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুর। সেখানে একটি বিলাসবহুল প্রাসাদে ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে জানা গেছে।
তবে জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে ব্যক্তিগত পরিসরকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই তারকা জুটি। সম্ভাব্য আয়োজনে কেবল দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদেরই আমন্ত্রণ জানানো হতে পারে। ফলে এটি হতে যাচ্ছে একেবারেই ব্যক্তিগত ও সীমিত পরিসরের বিয়ে—এমনটাই ধারণা করছেন ভক্তরা।

এদিকে সম্পর্ক কিংবা বিয়ে নিয়ে এখন পর্যন্ত ধানুশ বা ম্রুণাল—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি। দুজনই বরাবর একে অপরকে ভালো বন্ধু হিসেবেই পরিচয় দিয়ে এসেছেন। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠান ও ইভেন্টে তাদের একসঙ্গে উপস্থিতি, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের প্রতি উষ্ণ মন্তব্য ও আচরণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ভক্তদের অনেকেই মনে করছেন, নীরবতার আড়ালেই হয়তো বড় কোনো চমকের প্রস্তুতি নিচ্ছেন এই তারকা যুগল। এখন দেখার বিষয়, গুঞ্জন কতটা সত্যি হয় এবং কবে আনুষ্ঠানিক ঘোষণা আসে ধানুশ ও ম্রুণালের পক্ষ থেকে।
এমআর/সবা

























