০৬:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিংড়ায় অনলাইন জুয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী খুন

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে বিরোধের জের ধরে ছোট নিক্সনের ছুরির আঘাতে মিঠু নামে এক চা ব্যবসায়ীর প্রাণ গেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার পেট্রোবাংলায় এই ঘটনা ঘটে। নিহত মিঠু উপজেলার ডাহিয়া ইউনিয়নের আদিমপুর গ্রামের মৃত গোলাপের পুত্র। নিক্সন ও তার বড় ভাই নিশান সিংড়া পৌর এলাকার চকসিংড়া গ্রামের মৃত নাসিরুল ইসলামের পুত্র।

নিহতের ভাই নিশান জানান, “আমার ছোট ভাই মাহমুদুল হাসান নিক্সন (২৫) নিয়মিত অনলাইন জুয়া খেলত। এ নিয়ে গতকাল তার সঙ্গে কথাকাটাকাটির পর সকালে সে আমাদের বাসায় আসে। দুই ভাইয়ের মধ্যে বিরোধ সমাধানের চেষ্টা করা হয়েছিল, কিন্তু নিক্সন কোনো কথা মানতে নারাজ। দুপুরে পেট্রোবাংলা মসজিদের সামনে ছুরি মেরে দেয়।”

পরবর্তী সময়ে স্থানীয়রা আহতকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে এবং আসামী ধরতে অভিযান চলছে।

এমআর/সবা

সিংড়ায় অনলাইন জুয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী খুন

আপডেট সময় : ০৬:২২:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া নিয়ে বিরোধের জের ধরে ছোট নিক্সনের ছুরির আঘাতে মিঠু নামে এক চা ব্যবসায়ীর প্রাণ গেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে পৌর এলাকার পেট্রোবাংলায় এই ঘটনা ঘটে। নিহত মিঠু উপজেলার ডাহিয়া ইউনিয়নের আদিমপুর গ্রামের মৃত গোলাপের পুত্র। নিক্সন ও তার বড় ভাই নিশান সিংড়া পৌর এলাকার চকসিংড়া গ্রামের মৃত নাসিরুল ইসলামের পুত্র।

নিহতের ভাই নিশান জানান, “আমার ছোট ভাই মাহমুদুল হাসান নিক্সন (২৫) নিয়মিত অনলাইন জুয়া খেলত। এ নিয়ে গতকাল তার সঙ্গে কথাকাটাকাটির পর সকালে সে আমাদের বাসায় আসে। দুই ভাইয়ের মধ্যে বিরোধ সমাধানের চেষ্টা করা হয়েছিল, কিন্তু নিক্সন কোনো কথা মানতে নারাজ। দুপুরে পেট্রোবাংলা মসজিদের সামনে ছুরি মেরে দেয়।”

পরবর্তী সময়ে স্থানীয়রা আহতকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে এবং আসামী ধরতে অভিযান চলছে।

এমআর/সবা