১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অনিয়মের প্রতিবেদন দেওয়ায় হুমকির মুখে লালমনিরহাটের পরিবার পরিকল্পনা কর্মকর্তা

সরকারি দায়িত্ব পালনকালে হুমকি পেয়ে নিজের নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহজালাল।

বুধবার (২৯ অক্টোবর) লালমনিরহাট সদর থানায় তিনি এ জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী।

জিডিতে মো. শাহজালাল উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন স্থানে পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পান তিনি। এসব বিষয়ে প্রতিবেদন ও বদলির প্রস্তাব দেওয়ার পর ক্ষুব্ধ একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা ও সরকারি গাড়ি ভাঙচুরের হুমকি দেয়।

উপ-পরিচালক শাহজালাল বলেন, “আমি সরকারি দায়িত্ব পালন করতে গিয়েই হুমকি পেয়েছি। নিজের নিরাপত্তার জন্য জিডি করেছি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

ওসি নূরনবী জানান, অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে (জিডি নং–১৭৬৮/২৫, তারিখ–২৯/১০/২৫ইং)।

জনপ্রিয় সংবাদ

অনিয়মের প্রতিবেদন দেওয়ায় হুমকির মুখে লালমনিরহাটের পরিবার পরিকল্পনা কর্মকর্তা

আপডেট সময় : ০৪:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

সরকারি দায়িত্ব পালনকালে হুমকি পেয়ে নিজের নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন লালমনিরহাট জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহজালাল।

বুধবার (২৯ অক্টোবর) লালমনিরহাট সদর থানায় তিনি এ জিডি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরনবী।

জিডিতে মো. শাহজালাল উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর মা ও শিশু কল্যাণ কেন্দ্রসহ বিভিন্ন স্থানে পরিদর্শনে গিয়ে একাধিক অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পান তিনি। এসব বিষয়ে প্রতিবেদন ও বদলির প্রস্তাব দেওয়ার পর ক্ষুব্ধ একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে এবং তাকে শারীরিকভাবে হেনস্থা ও সরকারি গাড়ি ভাঙচুরের হুমকি দেয়।

উপ-পরিচালক শাহজালাল বলেন, “আমি সরকারি দায়িত্ব পালন করতে গিয়েই হুমকি পেয়েছি। নিজের নিরাপত্তার জন্য জিডি করেছি, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

ওসি নূরনবী জানান, অভিযোগটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে (জিডি নং–১৭৬৮/২৫, তারিখ–২৯/১০/২৫ইং)।