০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেনীর পরশুরামে বিজিবির অভিযানে শতাধিক পাখি উদ্ধার ও অবমুক্ত

ফেনীর পরশুরামে শিকার হওয়া শতাধিক শালিক পাখিকে খাঁচা থেকে উদ্ধার করে মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছে বিজিবি সদস্যরা।

সোমবার (২৪ নভেম্বর) দক্ষিণ গুথুমা সীমান্ত এলাকায় টহল চলাকালীন বিজিবি সদস্যরা একটি বাঁশের ঝুড়িতে খাঁচাবন্দী শতাধিক শালিক পাখি দেখতে পান। উপস্থিতি টের পেয়ে একজন অজ্ঞাত ব্যক্তি ঝুড়িটি ফেলে পালিয়ে যায়।

বিজিবি জানায়, সময় নষ্ট না করে তারা দ্রুত সব পাখিকে খোলা আকাশে ছেড়ে দেয়। স্থানীয় বাসিন্দা নুর নবী বলেন, বিজিবির মানবিক উদ্যোগে শতাধিক পাখির প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে—যা অত্যন্ত প্রশংসনীয়।

ফেনীস্থ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে মোবাইল কোর্ট 

ফেনীর পরশুরামে বিজিবির অভিযানে শতাধিক পাখি উদ্ধার ও অবমুক্ত

আপডেট সময় : ০৬:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

ফেনীর পরশুরামে শিকার হওয়া শতাধিক শালিক পাখিকে খাঁচা থেকে উদ্ধার করে মুক্ত আকাশে উড়িয়ে দিয়েছে বিজিবি সদস্যরা।

সোমবার (২৪ নভেম্বর) দক্ষিণ গুথুমা সীমান্ত এলাকায় টহল চলাকালীন বিজিবি সদস্যরা একটি বাঁশের ঝুড়িতে খাঁচাবন্দী শতাধিক শালিক পাখি দেখতে পান। উপস্থিতি টের পেয়ে একজন অজ্ঞাত ব্যক্তি ঝুড়িটি ফেলে পালিয়ে যায়।

বিজিবি জানায়, সময় নষ্ট না করে তারা দ্রুত সব পাখিকে খোলা আকাশে ছেড়ে দেয়। স্থানীয় বাসিন্দা নুর নবী বলেন, বিজিবির মানবিক উদ্যোগে শতাধিক পাখির প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে—যা অত্যন্ত প্রশংসনীয়।

ফেনীস্থ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, পাখি শিকার দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআর/সবা