০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজস্থলীতে মহান বিজয় দিবস উদযাপনে জাঁকজমকপূর্ণ প্রস্তুতি

oplus_2

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেলিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এই সভা হয়।

সভায় জানানো হয়, ১৬ ডিসেম্বর ভোরে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৮টা ৩০ মিনিটে বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুজকাওয়াজ হবে। এছাড়া তিন দিনব্যাপী বিজয় মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা ও স্থানীয় ঐতিহ্য তুলে ধরা হবে।

ইউএনও মিজ সেলিনা আক্তার বলেন—“বিজয় দিবস স্বাধীনতার গৌরবের দিন। শান্তিপূর্ণ ও বর্ণিল আয়োজনে উদযাপনে প্রশাসন প্রস্তুত।”
ওসি খালেদ মাহমুদ জানান—“অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু এবং সাংবাদিক আজগর আলী খান দিবসটির গুরুত্ব তুলে ধরে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতভাবে রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

জনপ্রিয় সংবাদ

চবির ভর্তি পরীক্ষাকেন্দ্রে মেয়েকে পৌঁছে দিতে এসে বাবার আকস্মিক মৃত্যু

রাজস্থলীতে মহান বিজয় দিবস উদযাপনে জাঁকজমকপূর্ণ প্রস্তুতি

আপডেট সময় : ০৪:১৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস–২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সেলিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এই সভা হয়।

সভায় জানানো হয়, ১৬ ডিসেম্বর ভোরে সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৮টা ৩০ মিনিটে বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুজকাওয়াজ হবে। এছাড়া তিন দিনব্যাপী বিজয় মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা ও স্থানীয় ঐতিহ্য তুলে ধরা হবে।

ইউএনও মিজ সেলিনা আক্তার বলেন—“বিজয় দিবস স্বাধীনতার গৌরবের দিন। শান্তিপূর্ণ ও বর্ণিল আয়োজনে উদযাপনে প্রশাসন প্রস্তুত।”
ওসি খালেদ মাহমুদ জানান—“অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
কৃষি কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু এবং সাংবাদিক আজগর আলী খান দিবসটির গুরুত্ব তুলে ধরে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতভাবে রাজস্থলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।