ফেনীতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করেছে ফেনী পৌর পূজা উদযাপন পরিষদ। দুটি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ফেনী পৌর পূজা পরিষদের আয়োজনে শহরের জয়কালী মন্দিরের মিলনায়তনে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
বিজয়ীরা হলেন, ক- বিভাগে ১ম স্থান অর্জন করেছে অংকন দেবনাথ, দ্বিতীয় স্থান অর্জন করেছে সৌমেন সেন ও তৃতীয় স্থান অর্জন করেছে মালতী নাথ প্রেমা।
এদিকে খ- বিভাগে ১ম স্থান অর্জন করেছে অনিরুদ্ধ পাল, দ্বিতীয় স্থান অর্জন করেছে সৌরভ চন্দ্র সরকার ও তৃতীয় স্থান অর্জন করেছে লক্ষী রানী সাহা।
সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগ এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সমীর চন্দ্র কর, বর্তমান কমিটির সহ-সভাপতি শান্তি চৌধুরী, জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র দাস, শিক্ষক নারায়ণ চক্রবর্তী।
স্বাগত বক্তব্য রাখেন, পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক ও প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সঞ্জয় কুমার সেন।
এছাড়াও অন্যান্যের মাঝে জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট বিমল চন্দ্র শীল, সাধারণ সম্পাদক শিবু চৌধুরী, পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক মনোজ কান্তি দেবনাথ, সাংগঠনিক শুভ বৈষ্ণবসহ স্থানীয় বিশিষ্টজনরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী পৌর পূজা পরিষদের নেতৃবৃন্দ, অভিভাবক ও ধর্মপ্রাণ সনাতন সম্প্রদায়ের সদস্যরা।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধ, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এই গীতা পাঠ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীর হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং বিজয়ীদের অভিনন্দন জানানো হয়।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের ধর্মীয় শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
শু/সবা





















