রংপুরের পীরগাছা সাব-রেজিস্টার অফিসে নির্ধারিত অফিস সময় শেষ হওয়ার পরও গভীর রাত পর্যন্ত দলিল সম্পাদনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১১টা পর্যন্ত দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চলতে দেখা গেছে, যা নিয়ে সেবা প্রত্যাশীদের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের বাইরে দলিল সম্পাদনের সুযোগকে কেন্দ্র করে একটি প্রভাবশালী মহল সুবিধা নিচ্ছে। এতে সাধারণ সেবা গ্রহীতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে এবং অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, “অফিস সময় শেষ হয়ে গেলেও কিছু নির্দিষ্ট লোকের দলিল আগে করা হচ্ছে। আমরা সারাদিন বসে থেকেও শেষ পর্যন্ত রাতে কাজ শেষ করতে বাধ্য হয়েছি।”
আরেক সেবা গ্রহীতা অভিযোগ করে বলেন, “রাতের বেলায় দলিল সম্পাদনের সময় তদারকি তুলনামূলক কম থাকে। এতে অনিয়ম হওয়ার আশঙ্কা থেকেই যায়।”
এ বিষয়ে পীরগাছা সাব-রেজিস্ট্রার বার্নার্ড মার্ডী বলেন,“আমি অতিরিক্ত দায়িত্বে থাকার কারণে কাজ শেষ হতে কিছুটা দেরি হয়েছে। তবে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ সঠিক নয়।”
অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক জানান, তিনি বিষয়টি অবগত হয়েছেন। তিনি বলেন,
“নির্ধারিত সময়ের বাইরে অফিস কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।”
তিনি আরও বলেন,“সরকারি অফিসে সেবা প্রদান অবশ্যই নিয়মের মধ্যে থাকতে হবে। এ বিষয়ে যদি কোনো অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের মতে, সরকারি দপ্তরে সময়ানুবর্তিতা ও স্বচ্ছতা নিশ্চিত না হলে সেবা গ্রহীতাদের ভোগান্তি বাড়বে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
শু/সবা























