বোয়ালখালীর কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ভবনের গ্রিল কেটে আইসিটি ও প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে নিয়ে গেছে ল্যাপটপ, চার্জার ও প্রজেক্টর।বুধবার (৩১ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজন বিদ্যালয়ের দিঘীর পাড়ে হাঁটতে গিয়ে এ বিষয়টি জানতে পারেন। খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত বড়ুয়া বলেন, চোরের দল লোহার গ্রিল কেটে ভবনে প্রবেশ করেছে। তারা আইসিটি কক্ষের তালা ভেঙে ৬টি ল্যাপটপ ও ১০টি চার্জার এবং ২টি প্রজেক্টর নিয়ে গেছে।
এছাড়া আমার কক্ষে ঢুকে সমস্ত কাগজপত্র এলোমেলো করে ফেলেছে। সবমিলিয়ে ৪ লাখ টাকার সামগ্রী চুরি হয়েছে বলে ধারণা করছি। তিনি জানান, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে বিদ্যালয় পাহারায় একজন নৈশপ্রহরী ছিলেন। তার চোখ ফাঁকি দিয়ে এ ঘটনা ঘটেছে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।























