১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ২৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মিডিলাইপ হাসপাতালের সহায়তায় দরিদ্র শিক্ষার্থীর স্বপ্নপূরণ

রাজশাহীর পুঠিয়া উপজেলার চা দোকানদারের ছেলে ইমন আলী মেডিকেল কলেজে ভর্তি হওয়ায় এলাকায় আনন্দের খুশির বন্যা বইছে। সীমিত আয়ের পরিবারে জন্ম নেওয়া ইমন অধ্যবসায় ও মেধার মাধ্যমে স্বপ্নের পথ ধরে এগিয়েছেন।

ইমন আলী পুঠিয়া উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা। চা দোকানের আয়ের পাশাপাশি পরিবারের সহায়তায় পড়াশোনা চালিয়ে এসেছেন। ২০২৩ সালে পুঠিয়ার ধোপাপাড়া হাইস্কুল থেকে গোল্ডেন এ প্লাস এবং ২০২৫ সালে রাজশাহী সিটি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস সহ সাফল্য অর্জন করেন। চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পান।

এদিকে, বেসরকারি মিডিলাইপ হাসপাতালের মালিক মেহেদী হাসানের জন্য প্রথম বর্ষের বই ও অনুদান ইমনের হাতে তুলে দেন। তিনি বলেন, “একজন মেধাবী শিক্ষার্থী শুধু অর্থের অভাবে পিছিয়ে পড়ুক, এটা আমরা চাই না। ইমন যেন নির্বিঘ্নে পড়াশোনা শেষ করে একজন ভালো চিকিৎসক হতে পারে, সেই দায়িত্ব আমরা নিতে চাই।”

এই সহযোগিতায় ইমনের বাবা আব্দুল আজিজ ও পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন ছিল, কিন্তু সামর্থ্য ছিল না। আল্লাহ মানুষের মাধ্যমে আমাদের পাশে দাঁড়িয়েছেন।” স্থানীয়রা মনে করছেন, ইমন আলীর সাফল্য এবং হাসপাতালের সহযোগিতা দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সমাজে ইতিবাচক বার্তা দেবে।

বর্তমানে ইমন আলী মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন এবং ভবিষ্যতে একজন মানবসেবায় নিয়োজিত চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মিডিলাইপ হাসপাতালের সহায়তায় দরিদ্র শিক্ষার্থীর স্বপ্নপূরণ

আপডেট সময় : ০৮:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

রাজশাহীর পুঠিয়া উপজেলার চা দোকানদারের ছেলে ইমন আলী মেডিকেল কলেজে ভর্তি হওয়ায় এলাকায় আনন্দের খুশির বন্যা বইছে। সীমিত আয়ের পরিবারে জন্ম নেওয়া ইমন অধ্যবসায় ও মেধার মাধ্যমে স্বপ্নের পথ ধরে এগিয়েছেন।

ইমন আলী পুঠিয়া উপজেলার মোহনপুর গ্রামের বাসিন্দা। চা দোকানের আয়ের পাশাপাশি পরিবারের সহায়তায় পড়াশোনা চালিয়ে এসেছেন। ২০২৩ সালে পুঠিয়ার ধোপাপাড়া হাইস্কুল থেকে গোল্ডেন এ প্লাস এবং ২০২৫ সালে রাজশাহী সিটি কলেজ থেকে গোল্ডেন এ প্লাস সহ সাফল্য অর্জন করেন। চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস কোর্সে ভর্তির সুযোগ পান।

এদিকে, বেসরকারি মিডিলাইপ হাসপাতালের মালিক মেহেদী হাসানের জন্য প্রথম বর্ষের বই ও অনুদান ইমনের হাতে তুলে দেন। তিনি বলেন, “একজন মেধাবী শিক্ষার্থী শুধু অর্থের অভাবে পিছিয়ে পড়ুক, এটা আমরা চাই না। ইমন যেন নির্বিঘ্নে পড়াশোনা শেষ করে একজন ভালো চিকিৎসক হতে পারে, সেই দায়িত্ব আমরা নিতে চাই।”

এই সহযোগিতায় ইমনের বাবা আব্দুল আজিজ ও পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “ছেলেকে ডাক্তার বানানোর স্বপ্ন ছিল, কিন্তু সামর্থ্য ছিল না। আল্লাহ মানুষের মাধ্যমে আমাদের পাশে দাঁড়িয়েছেন।” স্থানীয়রা মনে করছেন, ইমন আলীর সাফল্য এবং হাসপাতালের সহযোগিতা দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সমাজে ইতিবাচক বার্তা দেবে।

বর্তমানে ইমন আলী মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন এবং ভবিষ্যতে একজন মানবসেবায় নিয়োজিত চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন।

এমআর/সবা