মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে ‘হৈরোল ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আদমপুরস্থ মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা, কুইজ কন্টেস্ট-২০২৫ এর বৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হৈরোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কনথৌজম শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ফারুক আহমেদ।
তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা ও গুণীজনদের সম্মাননা প্রদান তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও জ্ঞানচর্চায় আরও আগ্রহী করে তুলবে।”
শিক্ষক শান্ত কুমার সিংহ ও অয়েকপম অঞ্জু’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক ও লোকগবেষক আহমদ সিরাজ, খোইরম ইন্দ্রজিৎ ও জয়ন্ত কুমার সিংহ।
এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ মাধবপুর চা বাগানের ব্যবস্থাপক দিপন কুমার সিংহ, মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহীদ আলী, শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমুখ।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গুণীজন সংবর্ধনা সমাজ ও শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে দুজন প্রবীণ ব্যক্তিকে সম্মাননা স্মারক উত্তরীয় প্রদান করা হয়। এরপর ‘কুইজ কন্টেস্ট-২০২৫’ পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা হৈরাল ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হৈরাল ফাউন্ডেশনের এই আয়োজন কমলগঞ্জের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে বলে মনে করছেন সচেতন মহল।
শু/সবা

























