১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেয় কমিশন। শুনানি শেষে ইসি জানায়, সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি হওয়ায় মান্নার আপিল মঞ্জুর করা হয়েছে।

এর আগে গত ২ জানুয়ারি বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। সে সময় জানানো হয়, দাখিল করা হলফনামায় একাধিক অসংগতি পাওয়া গেছে। হলফনামায় ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করা হয়নি, এ ছাড়া এফিডেভিট সম্পাদনের এক দিন পর স্বাক্ষর করা হয়েছে এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল করা হয়নি। এসব কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

আপিল শুনানিতে এসব বিষয় পর্যালোচনা করে নির্বাচন কমিশন মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

মা নিজেই নদীতে ফেলার ঘটনা স্বীকার, শিশু জীবিত উদ্ধার

প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না

আপডেট সময় : ০৫:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেয় কমিশন। শুনানি শেষে ইসি জানায়, সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি হওয়ায় মান্নার আপিল মঞ্জুর করা হয়েছে।

এর আগে গত ২ জানুয়ারি বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। সে সময় জানানো হয়, দাখিল করা হলফনামায় একাধিক অসংগতি পাওয়া গেছে। হলফনামায় ফৌজদারি মামলার তথ্য উল্লেখ করা হয়নি, এ ছাড়া এফিডেভিট সম্পাদনের এক দিন পর স্বাক্ষর করা হয়েছে এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল করা হয়নি। এসব কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

আপিল শুনানিতে এসব বিষয় পর্যালোচনা করে নির্বাচন কমিশন মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

এমআর/সবা