চট্টগ্রাম রেলওয়ের নতুন স্টেশন এলাকায় গণশৌচাগার ইজারায় অনিয়মের অভিযোগ উঠেছে। এক ঠিকাদার লিখিতভাবে প্রধান প্রকৌশলী (পূর্ব) বরাবর অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, বিভাগীয় প্রকৌশলী আবু রাফি মোহাম্মদ ইমতয়িাজ হোসাইন ও সহকারী নজরুল ইসলাম যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইজারা কার্যক্রম পরিচালনা করছেন।
অভিযোগকারী প্রতিষ্ঠান মর্সোস এম.আর ট্রেড ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী মো. মাহবুবুর রহমান জানিয়েছেন, বিভাগীয় শাস্তি ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা না হওয়া পর্যন্ত সব ইজারা কার্যক্রম স্থগিত রাখার দাবি জানিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ১১ জানুয়ারি প্রকাশিত ইজারা দরপত্রের আগে একই জাতীয় দুইটি দরপত্র ইতোমধ্যে প্রকাশিত হয়েছিল। তাছাড়া দরপত্রের বাংলা ও ইংরেজি উভয় সংস্করণ অনলাইনে দেখা যায়নি। অভিযোগে দাবি করা হয়েছে, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য সুবিধা প্রদানের উদ্দেশ্যে ইজারা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে, যা পাবলিক প্রোকিউরমেন্ট অ্যাক্ট ২০০৬ ও পাবলিক প্রোকিউরমেন্ট রুলস ২০২৫-এর পরিপন্থী।
অভিযুক্ত প্রকৌশলী আবু রাফি মোহাম্মদ ইমতয়িাজ হোসাইন অভিযোগ খারিজ করে বলেছেন, “যত পত্রক দরপত্র বজ্ঞিপ্ত হয়েছে, সবই যথাযথভাবে প্রধান প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়েছে। যোগসাজশ বা অনিয়মের কোনো বিষয় নেই।”
এ বিষয়ে পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন জানিয়েছেন, প্রধান প্রকৌশলীর সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া হবে।
শু/সবা





















